ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মূলধন বাড়াবে অগ্রণী এসএমই ফাইন্যান্স

প্রকাশিত: ০৬:৫৭, ৬ নভেম্বর ২০১৫

মূলধন বাড়াবে অগ্রণী এসএমই ফাইন্যান্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারী প্রতিষ্ঠান অগ্রণী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেডকে ১০০ কোটি টাকা পরিশোধিত মূলধন বৃদ্ধি করার অনুমতিপত্র দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সাধারণ, প্রেফারেন্স ও বোনাস শেয়ার ইস্যু করার মাধ্যমে এই টাকা উত্তোলন করতে পারবে কোম্পানিটি। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। গত ৩ নবেম্বর বিএসইসির পক্ষ থেকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ সংক্রান্ত সম্মতিপত্র ইস্যু করা হয়েছে। সম্মতিপত্রে কোম্পানিটিকে বর্তমান পরিশোধিত মূলধনের সঙ্গে আরও ১০০ কোটি টাকা বৃদ্ধি করার অনুমতি দেয়া হয়েছে। অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেডকে ১০০ কোটি টাকা পরিশোধিত মূলধন বৃদ্ধি করতে ১ কোটি শেয়ার ইস্যু করতে হবে। এর মধ্যে ৫০ লাখ হবে সাধারণ শেয়ার, ১০ লাখ হবে প্রেফারেন্স শেয়ার এবং ৪০ লাখ হবে বোনাস শেয়ার। প্রতিটি শেয়ারের অবহিত মূল্য হবে ১০০ টাকা। ডেল্টা স্পিনার্সের লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা স্পিনার্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। এ লভ্যাংশ শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানির ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। প্রথম প্রান্তিকে লোকসানে শ্যামপুর সুগার মিলস প্রথম প্রান্তিকে শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ার প্রতি লোকসান ১৩ টাকা ৪৭ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির লোকসান ছিল ১৩ টাকা ১৮ পয়সা। কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জুলাই, ১৫ সেপ্টেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। -অর্থনৈতিক রিপোর্টার এ্যাপোলো ইস্পাতে আয় বেড়েছে ৭০ শতাংশ প্রথম প্রান্তিকে এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৮০ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির ইপিএস ছিল ৪৭ পয়সা। এই হিসাবে কোম্পানির আয় বেড়েছে ৭০ শতাংশ। কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×