ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘোষণা উপ-প্রতিরক্ষা মন্ত্রীর ॥ মস্কোর কড়া সমালোচনায় ওয়াশিংটন

অব্যাহত থাকবে রুশ বিমান অভিযান

প্রকাশিত: ০৬:৫৮, ৬ নভেম্বর ২০১৫

অব্যাহত থাকবে রুশ বিমান অভিযান

রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি আন্ডোনভ বুধবার বলেছেন, যতদিন সিরীয় সেনাবাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে এই অভিযান চালিয়ে যাবে, ততদিন রুশ বিমানবাহিনীও সন্ত্রাসীদের বিরুদ্ধের হামলা চালিয়ে যাবে। রুশ বার্তা সংস্থা তাস এ কথা জানায়। সিরিয়ায় রুশ বিমান যুদ্ধ সংঘর্ষকে বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে বলে বুধবার যুক্তরাষ্ট্র মন্তব্য করেছে। মস্কো জিহাদীদের ওপর হামলা চালানোর পরিবর্তে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে শক্তিশালী করছে বলেও যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে। খবর ডন ও এএফপির। আন্ডোনভ বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরীয় বাহিনীর চলমান অভিযানের সময়সীমা অনুযায়ীই রুশ বিমান হামলা স্থায়ী হবে। তিনি কুয়ালালামপুরে আসিয়ান প্রতিরক্ষামন্ত্রী ও সংলাপ অংশীদারদের এক বৈঠকে ভাষণ দিচ্ছিলেন। তিনি আরও বলেন, অন্য কোন লক্ষ্যবস্তুর ওপর যেমন তথাকথিত ‘মধ্যপন্থী’ বিরোধী দলের ওপর কোন হামলা চালানো হয়নি। উপ-প্রতিরক্ষামন্ত্রী ওই বৈঠকে স্মরণ করিয়ে দেন যে, রাশিয়া নিষিদ্ধ ঘোষিত রুশ সন্ত্রাসী দল, স্বঘোষিত ইসলামিক স্টেট (আইএস) ও জাবহাত আলনুসরার অন্তর্গত সন্ত্রাসীদের ওপর হামলা চালাচ্ছে এবং এ সামরিক হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি আরও বলেন যে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুরোধেই রুশ অভিযান চালানো হচ্ছে। আন্ডোনভ বলেন, সন্ত্রাসবাদ বিশ্বের প্রতি এক গুরুতর হুমকির কারণ হয়ে রয়েছে। তিনি মধ্যপ্রাচ্যকে এ অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রধান রধাঙ্গন বলে অভিহিত করেন। রাশিয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক আন্তর্জাতিক কোয়ালিশন গঠনের আহ্বান জানায়। রাশিয়া চায়, জাতিসংঘ সনদের নির্দেশনা মতো সংশ্লিষ্ট দেশগুলো আন্তর্জাতিক আইনের অধীনে এ কোয়ালিশনে যোগ দিক। রাশিয়া তার মিত্র প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে ৩০ সেপ্টেম্বর এ বিমান অভিযান শুরু করে। মস্কো আইএস দল ও অন্যান্য সন্ত্রাসীদের লক্ষ্য করে বিমান অভিযান চালাচ্ছে বলে জানায়। মার্কিন নেতৃত্বাধীন এক কোয়ালিশনও ২০১৪-এর সেপ্টেম্বর থেকে সিরিয়ায় জিহাদী লক্ষ্যবস্তুগুলোর ওপর বোমাবর্ষণ করে এসেছে। নিকট প্রাচ্যবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এ্যানি প্যাটারসন বলেন, রাশিয়ার সামরিক হস্তক্ষেপ এরই মধ্যে জটিল হয়ে পড়ায় পরিবেশের বিপজ্জনক অবনতি ঘটিয়েছে। তিনি প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে ভাষণ দিচ্ছিলেন।
×