ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তালতলীতে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

প্রকাশিত: ২০:৫৩, ৬ নভেম্বর ২০১৫

তালতলীতে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

নিজস্ব সংবাদদাতা,আমতলী (বরগুনা)॥ বরগুনার তালতলী উপজেলার নয়াকান্দা গ্রামের বাবুল হাওলাদারের পুকুরে বৃহস্পতিবার রাতে বিষ ঢেলে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নয়াকান্দা গ্রামের বাবুল হাওলাদার দীর্ঘদিন ধরে পুকুরে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছে। ঘটনার দিন রাতে ওই পুকুরে দুর্বৃত্ত্বরা বিষ প্রয়োগ করে। শুক্রবার সকালে বাবুল পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখতে পায়। বাবুল হাওলাদার জানান বিষ ক্রিয়ার পুকুরের প্রায় ২০ মণ মাছ মরে ভেসে উঠছে। এর মুল্য প্রায় দুই লক্ষাধীক টাকা। তালতলী থানার ওসি বাবুল আখতার জানান খবর শুনেছি। এখনো কোন মামলা হয়নি।
×