ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে ধানের বীজ বিক্রি শুরু হয়েছে

প্রকাশিত: ২২:০৮, ৬ নভেম্বর ২০১৫

ঝালকাঠিতে ধানের বীজ বিক্রি শুরু হয়েছে

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি জেলায় আমন ধানের কর্তন শুরু হতে না হতেই বিএডিসির ঝালকাঠির বিজ বিপনন কেন্দ্রে ধানের বীজ ও রবি মৌসুমের চাষাবাদের জন্য বিভিন্ন শাক সবজির বীজ বিক্রি চলছে। এবছর বীজ বিপনন কেন্দ্রে ব্রি-৪৭ জাতের ধানের ৫ টন বীজ এসেছে। গত বছর এই জাতের ধান স্থানীয় পর্যায় ব্যপক চাহিদা ছিল। তবে বিএডিসির সরবরাহ কম ছিল। এবছর অনন্য ধানের মধ্যে বিনা-১০, ব্রি-২৮ ও ২৯ জাতের ২ মেঃ টন বীজ সরবরাহ করা হয়েছে। রবি শষ্যের মধ্যে লাউ, পালং শাক, বেগুন, হাইব্রিড বেগুন, লাল শাক, সিম, টমেটো, হাইব্রিড টমেটো, মটরসুটি, মুলার বীজ বিক্রি হচ্ছে।
×