ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে স্কুলের খেলার মাঠ দখল ॥ প্রতিবাদ সভা

প্রকাশিত: ২২:০৯, ৬ নভেম্বর ২০১৫

ঝালকাঠিতে স্কুলের খেলার মাঠ দখল ॥ প্রতিবাদ সভা

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি॥ ঝালকাঠি সদর উপজেলার আগলপাশা গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে মাটি কেটে পুকুর কাটার প্রতিবাদে গ্রামবাসী প্রতিবাদ সভা করেছে। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় চত্তরে প্রতিবাদ সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে ইউপি সদস্য ইসমাইল তালুকদার, হাজী আবু জাফর দুয়ারী, আব্দুস সোবাহান সহ গ্রামের বিশিষ্ট কয়েজন ব্যাক্তি বক্তব্য রাখেন। বক্তারা অনতিবিলম্বে বিদ্যালয়ের সামনে পুকুর কাটার উদ্যোগ বন্ধ করে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জীবনের ঝুকি রোধ করার আহবান জানান। এই এলাকার মহসিন বাকলাইয়ের মদতে রেন্ট-এ কার চালক আলম মিয়া জমি কেটে পুকুর তৈরির চেষ্টা করে। কিছু অংশ মাটি কাটার পরে এলাকাবাসী পুলিশকে জানালে পুলিশ পুকুর কাটার কাজ বন্ধ করে দেয়। ২০০২ সালে এই গ্রামের সুলতান তালুকদার ও সোবাহান তালুকদার এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাদের পরিবারের সালেহা বেগম ও মনোয়ারা বেগম ৩৯ শতাংশ জমি দান করে। ২ দিন পূর্বে আলম মিয়া মাটি কেটে পুকুরের পার তৈরী করার সময় এলাকাবাসী বাধা দেয়। স্কুলের ছাত্র ছাত্রীদের অভিভাবক ও গ্রাম বাসীর দাবি এই পুকুর কাটা হলে স্কুলের ছাত্র-ছাত্রীদের পানিতে ডুবে মারা যাওয়ার আশংকা রয়েছে এবং ছাত্র ছাত্রীদের খেলাধুলার মাঠ থাকবে না। ছবি: ঝালকাঠিতে আগলপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ কেটে পুকুর তৈরী।
×