ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে তথ্য আপা প্রকল্পের মূল্যায়ন সভা

প্রকাশিত: ২৩:২৭, ৬ নভেম্বর ২০১৫

বরিশালে তথ্য আপা প্রকল্পের মূল্যায়ন সভা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ায় লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের দিনব্যাপী মূল্যায়ন ও মতবিনিময় সভা শুক্রবার জেলার গৌরনদীতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব) মীনা পারভীন। জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিআরডিবির চেয়ারম্যান ও পৌর আ’লীগের সভাপতি মনির হোসেন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-প্রধান মোহাম্মদ বোরহানুল হক, শেখ সাকিল উদ্দিন আহম্মদ, প্রকল্পের সহকারী পরিচালক বেগম নিলুফার বেগম। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী, জাতীয় মহিলা সংস্থার বিভাগীয় সভানেত্রী ও উপজেলা ভাইসচেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ওসি মো. আলাউদ্দিন মিলন, উপজেলা কৃষি অফিসার নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তফা মাসুদ, পৌর কাউন্সিলর সৈয়দা খায়রুন নাহার মায়া প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন পেশার শতাধিক নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।
×