ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাড়ি থেকে ২০০০ মাইল দূরে উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৮, ৭ নভেম্বর ২০১৫

বাড়ি থেকে ২০০০ মাইল দূরে উদ্ধার

চলতি বসন্তে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লোন স্টারে বন্যার সময় হারিয়ে যায় থর নামেন পিটবুল প্রজাতিন কুকুরটি। আর সেটিকে জীবিত ও সুস্থ অবস্থায় পাওয়া যায় ২০০০ মাইল দূরে ক্যালিফোর্নিয়ায়। বন্যায় বাড়ির মালিক পোষ্য তিনটি কুকুর রেখে বাড়ি ছাড়তে বাধ্য হয়। কিন্তু ফিরে এসে দেখে থর নেই। পরে সেপ্টেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার এক রাস্তার থরকে পড়ে থাকতে দেখে পশু আশ্রয় কেন্দ্র্রে নিয়ে যায় পুলিশ। কুকুরের গলায় থাকা মাইক্রোচিপের মাধ্যমে থরের পরিচয় ও তার মালিককে শনাক্ত করেন সেখানকার কর্মীরা। -টেলিগ্রাফ
×