ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিটিভির ৪ কর্মকর্তা হত্যার বিচার হয়নি ৪০ বছরেও

প্রকাশিত: ০৬:২৭, ৭ নভেম্বর ২০১৫

বিটিভির ৪ কর্মকর্তা হত্যার বিচার হয়নি ৪০ বছরেও

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ৪০ বছর পার হলেও বিটিভির সাবেক উপ-মহাপরিচালক, সাংবাদিক মনিরুল আলমসহ ৪ কর্মকর্তা হত্যার বিচার হয়নি। দীর্ঘদিন পর এই মামলার বিচার কাজ শুরু হলেও আসামি পক্ষ উচ্চ আদালতে আপীল করার প্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। ১৯৭৫ সালের ৭ নবেম্বর দেশের অন্যতম টেলিভিশন ব্যক্তিত্ব সাংবাদিক মনিরুল আলমসহ ৪ কর্মকর্তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং রামপুরা টিভি ভবনে গুলি করে হত্যা করে। মনিররুল আলমের লাশ ফেলে দেয়া হয় টিভি ভবনের পিছনে ঝিলে। মনিরুল আলমসহ ওই দিন নিহত হন বিটিভির কর্মকর্তা আকমল খান, এএফএম সিদ্দিক এবং ফিরোজ কাইয়ুম চৌধুরী। প্রতিবছর ৭ নবেম্বর এলে মনিরুল আলমের পরিবার দিনটি স্মরণ করেন। স্ত্রী আনোয়ারা আলম মারা গেছেন চলতি বছরের ৮ এপ্রিল। স্বামী হত্যার বিচার দেখে যেতে পারলেন না। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর টেলিভিশন সম্প্রচারের প্রথম দিন থেকেই মনিরুল আলম কর্মরত ছিলেন বাংলাদেশ টেলিভিশনে। টিভির প্রথম শিশু অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহিলা বিষয়ক অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, ধাঁধাঁর অনুষ্ঠান, বর্ষবরণের অনুষ্ঠানের প্রযোজক ছিলেন তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন টিভির উপ-মহাপরিচালক।
×