ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দিল্লীর কারাগারে দু’বছর সাজা ভোগ করে দেশে ফিরল শিশুসহ ১০ বাংলাদেশী

প্রকাশিত: ০৬:২৮, ৭ নভেম্বর ২০১৫

দিল্লীর কারাগারে দু’বছর সাজা ভোগ করে দেশে ফিরল শিশুসহ ১০ বাংলাদেশী

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ দীর্ঘ ২ বছর ভারতের নয়াদিল্লীর কেন্দ্রীয় কারাগারে সাজাভোগের পর ১০ বাংলাদেশী নারী-পুরুষকে শুক্রবার দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দালালের খপ্পরে পড়ে ২০১৩ সালে অবৈধ পথে ভারতে যায় ১০ জন। ভারতের নয়াদিল্লী এলাকায় বাসাবাড়িতে কাজ করার সময় সেখানকার পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের ২ বছরের সাজা দেয়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির এক পর্যায়ে ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। শুক্রবার দুপুরে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।
×