ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দামুড়হুদার ৩ রেলরুটে ১৩ রেলক্রসিং ॥ অরক্ষিত ১১

প্রকাশিত: ১৮:৩৮, ৭ নভেম্বর ২০১৫

দামুড়হুদার ৩ রেলরুটে ১৩ রেলক্রসিং ॥  অরক্ষিত ১১

সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় অসংখ্য অরক্ষিত রেলক্রসিং যেন মৃত্যুর ফাঁদ। এগুলোতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় প্রাণ ঝরছে অনেকের। রেলওয়ে কর্তৃপক্ষের উদাসীনতায় রেলক্রসিংগুলোতে কোনো লোকবল না থাকায় রেলক্রসিংগুলো অরক্ষিত অবস্থায় রয়েছে দিনের পর দিন। একদিকে ক্রসিংগুলোতে লোকবলের অভাব, অন্যদিকে পথচারীদের অসাবধানতা এ দুটি কারণে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে নিহত ও আহত হচ্ছেন অনেকে। চুয়াডাঙ্গার ৫২ কিলোমিটার গুরুত্বপুর্ণ রেলপথে ৪৪টি অনুমোদিত এবং সাতটি অনুনোমোদিত রেলক্রসিং রয়েছে। অনুমোদিত ৪৪টি রেলক্রসিংয়ের মধ্যে মাত্র ৯টিতে গেইটম্যান রয়েছে। বাকি ৩৫টিতে কোনো গেইটম্যান নেই। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এছারা দামুড়হুদার ৩ টি রেলরুটের ১৩ টি রেলক্রসিংয়ের ১১টিই অরক্ষিত । গত ৫ বছরে ৮ জনের মৃত্যু ঘটেছে। বাংলাদেশ রেলওয়ের চুয়াডাঙ্গা সহকারী নির্বাহী প্রকৌশলী জানান, চুয়াডাঙ্গায় রেলক্রসিংগুলো জনবলের অভাবে অরক্ষিত থাকায় দুর্ঘটনা ঘটছে। তবে শিগগিরই এগুলো আপগ্রেড করার একটি পরিকল্পনা রেলওয়ে কর্তৃপক্ষ নিয়েছেন। যা মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে।
×