ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভোলায় জাতীয় সমবায় দিবসে র‌্যালী

প্রকাশিত: ১৯:৩৯, ৭ নভেম্বর ২০১৫

ভোলায় জাতীয় সমবায় দিবসে র‌্যালী

নিজস্ব সংবাদদতা, ভোলা ॥ ”সমবায় উদ্দ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন” শ্লোগান নিয়ে সারা দেশের মতো ভোলায় ৪৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয় থেকে শহরে বনার্ঢ্য এক র‌্যালী বের হয়। র‌্যালীতে বিভিন্ন শ্রেনী পেশার লোক অংশ নেয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নতুন বাজার গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমবায় ইউনিয়নের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা। এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার,সমবায় ব্যাঙকের চেয়ারম্যান তাজুল ইসলাম, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান মাইনুল আলম, মৎস্যজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম মুন্সি প্রমুখ। সভায় বক্তারা, সমবায় দিবসের নানা গুরুত্ব তুলে ধরেন।
×