ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কস্তাকে নিয়ে স্পেনের শক্তিশালী দল ঘোষণা

প্রকাশিত: ১৯:৪৯, ৭ নভেম্বর ২০১৫

কস্তাকে নিয়ে স্পেনের শক্তিশালী দল ঘোষণা

অনলাইন ডেস্ক ॥ স্পেন জাতীয় দলে আবারো ডাক পেলেন ইংলিশ প্রিমিয়ারের দল চেলসির ফরোয়ার্ড দিয়েগো কস্তা। ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ ভিসেন্তে দেল বস্ক। ইউরো বাছাইপর্বের ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে স্পেন দলে ছিলেন না কস্তা। এরপর ইউক্রেনের বিপক্ষেও তাকে দলে রাখেননি দেল বস্ক। তবে, ইংল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন ব্রাজিলে জন্মগ্রহণকারী কস্তা। আগামী ১৩ নভেম্বর ঘরের মাঠে ইংল্যান্ডকে আতিথ্য দেবে স্প্যানিশরা। এর চারদিন পর সর্বশেষ প্রকাশিত ফিফা ৠাংকিংয়ের এক নম্বর দল বেলজিয়ামের বিপক্ষে তাদেরই মাঠে মুখোমুখি হবে দেল বস্ক শিষ্যরা। স্পেন দল: গোলরক্ষক: ইকার ক্যাসিয়াস (পোর্তো), ডেভিড ডি গিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), সার্জিও রিকো (সেভিয়া)। ডিফেন্ডার: হুয়ানফ্রান (অ্যাটলেটিকো মাদ্রিদ), মারিও গাসপার (ভিয়ারিয়াল), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), জেরার্ড পিকে, মার্ক বারত্রা, জর্দি আলবা (বার্সেলোনা), সিজার আজপিলিচুয়েতা (চেলসি), সান জোসে (অ্যাথলেটিক বিলবাও)। মিডফিল্ডার: সার্জিও বুস্কেটস্, আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), সান্তি কাজোরলা (আর্সেনাল), সেস ফ্যাব্রেগাস (চেলসি), ইসকো (রিয়াল মাদ্রিদ), থিয়াগো আলকানত্রা (বায়ার্ন মিউনিখ), হুয়ান মাতা (ম্যানচেস্টার ইউনাইটেড), কোকে (অ্যাটলেটিকো মাদ্রিদ)। ফরোয়ার্ড: পেদ্রো রদ্রিগেজ, দিয়েগো কস্তা (চেলসি), প্যাকো আলকাসের (ভ্যালেন্সিয়া), নোলিতো (সেল্টাভিগো), আলভারো মোরাতা (জুভেন্টাস)।
×