ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে সর্ট সার্কিটে তিন গরুর মৃত্যু ॥ মিটার পুড়েছে অর্ধশতাধিক

প্রকাশিত: ২০:০১, ৭ নভেম্বর ২০১৫

নীলফামারীতে সর্ট সার্কিটে তিন গরুর মৃত্যু ॥  মিটার পুড়েছে অর্ধশতাধিক

স্টাফ রির্পোটার, নীলফামারী॥ বিদ্যুৎ বিভাগের ১১ হাজার সঞ্চালন লাইনের সর্ট সার্কিটের কবলে পড়ে তিনটি গরু মারা গেছে। সেই সাথে অর্ধ শাতাধিক বাসাবাড়ির মিটার পুড়ে ছাই হয়েছে। ভাগ্যক্রমে বাসাবাড়ির মানুষজন বেঁচে গেলেও আহত হয়েছে ৩ জন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নে হলহলিয়া হাজ্বীপাড়া গ্রামে। একই সাথে তিনটি গরু মারা যাওয়ায় গরুর মালিক ওই গ্রামের মৃত বেনাই মিয়ার বিধবা স্ত্রী জরিনা বেওয়ার আহাজারীতে এলাকার পরিবেশ ভারী করেছে।ঘটনার পর খবর পেয়ে ডোমার বিদ্যুৎ বিভাড় ওই সঞ্চালন লাইনটি বন্ধ করে দিলেও জনরোষের ভয়ে এলাকায় প্রবেশ করতে পারছেনা। এ ঘটনায় আজ শনিবার সকালে মুঠোফোনে ডোমার আবাসিক প্রকৌশলী আব্দুল মতিনের সাথে কথা বলা হলে তিনি জানান গত রাতে একজন গ্রাহক আমাকে মোবাইলে ঘটনাটি জানালে তাৎক্ষনিকভাবে ওই সঞ্চালন লাইনটি বন্ধ করে দেয়া হয়। তিনি বলেন এলাকার মানুষজন ক্ষিপ্ত হয়ে থাকায় জনরোষের ভয়ে লাইনম্যানরা সেখানে যেতে পারছেনা। বিষয়টি ডোমার থানায় অবগত করা হয়েছে।
×