ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টসে হেরে বাংলাদেশের ব্যাটিং পেয়েছে

প্রকাশিত: ২০:৩২, ৭ নভেম্বর ২০১৫

টসে হেরে বাংলাদেশের ব্যাটিং পেয়েছে

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে প্রথম ওয়ানডে আজ দুপুর ১ টায় শুরু হয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। ডে-নাইট খেলায় জিম্বাবুয়ের অধিনায়ক চিকম্বুরা টসে জিতে প্রথমে ফিডিং করার সিন্ধান্ত নেয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যোগ্যতা বিচারে বাংলাদেশ ভারত ও দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে পরাজিত করে ফেবারিট দল হিসেবেই মাঠে নামছে। গত দুই সিরিজে বোলার হিসেবে মুস্তাফিজের উত্থান ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। শক্তির বিচারে জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। এখন দেখার বিষয় সাকিব, মুস্তাফিজ, মুশফিক ও মাশরাফি বাহিনী কতটা সফল হতে পারে। ইতিমধ্যে বাংলাদেশ ৪ ওভার ব্যাটিং করে লিটনের উকেট হারিয় ১৫ রনা সংগ্রহ করেছে। এখন মাহমুদুল্লাহ ১ ও তামিম ১৩ রানে ব্যাটিং করছেন।
×