ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাকা কর্মাস কলেজের রজত জয়ন্তী উদযাপিত

প্রকাশিত: ০০:০৬, ৭ নভেম্বর ২০১৫

ঢাকা কর্মাস কলেজের রজত জয়ন্তী উদযাপিত

স্টাফ রিপোর্টার ॥ বর্ণঢ্য র‌্যালী, গুণিজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনাসহ বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার ঢাকা কর্মাস কলেজের রজত জয়ন্তী উদযাপিত হচ্ছে। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল থেকেই কলেজ চত্বর মকুখরিত হয়ে ওঠেছে। মিলনমেলাকে স্মৃতিময় করতে মেতে ওঠেছে ছাত্রছাত্রীরা। প্রবেশপথ থেকে শুরু করে কলেজের অভ্যন্তরের সবর্ত্র ছড়িয়ে পড়েছে আনন্দের হওয়া। বর্ণিল উৎসবের রঙ। আড্ডা-গান ও গল্পে পুরাতন শিক্ষার্থীরাও স্মরণ করছেন হারানো দিন। স্মৃতিতে ধারণ করে রাখতে সেলফি তোলার উৎসবে মেতেছে শিক্ষার্থীরা। সকালে বর্ণাঢ্য এক র‌্যালির মধ্য দিয়ে রজত জয়ন্তীর অনুষ্ঠান শুরু হয়। এর উদ্বোধন করেন কলেজের গর্ভনিং বডির চেয়াম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। পরে সাড়ে দশটায় কলেজ হলরুমে রক্তদান কর্মসূচীর উদ্ভোধন করেন গভর্নিং বডির সদস্য প্রফেসর ডা: মো: আব্দুর রশিদ। গুণীজন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: আবু সাইদ। এসময় স্মরণীকার মোড়ক উন্মোচন শেষে অতিথিদের মধ্যে ক্রেস্ট, স্বর্ণপদক প্রদান করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ছাত্রছাত্রীদের দেশপ্রেমে উদ্ভুদ্ব হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়নের শিক্ষার্থীদের দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। মনে রাখতে হবে, বাংলাদেশের আজ যে উন্নয়ন ঘটেছে তা ঘটিয়েছে এ দেশের মানুষ। বর্তমানে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান ২৯ তম। দেশের ৯৯ শতাংশ ছেলেমেয়ারা স্কুলে যাচ্ছে। বর্তমানে ৬৭ শতাংশ মানুষ শিক্ষিত। খুব বেশিদিন নেই এদেশের একটি মানুষও অশিক্ষিত থাকবে না। স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্যে শিক্ষার কোন বিকল্প নেই। তরুণ প্রজন্মই তা গড়তে পারে। ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, আস্ট্রেলিয়ার মেলর্বোনে আমি যা পারি নাই, তোমাদের তা পারতে হবে। দেশের মানুষের কথা বিবেচনা করে আমি পদত্যাগ করেছিলাম। তোমাদেরকেও মনে রাখতে হবে-দেশের মানুষের সাথে বেঈমানি করা যাবে না। দেশমাতৃকা রক্ষার জন্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কমার্স কলেজের ইতিকথা ও প্রতিষ্ঠাকালীন স্বপনগাঁথার স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, কর্মাস কলেজ দেশের অন্যতম আলোকিত কলেজ। আলোকিত বিদ্যাপিঠের ছাত্রছাত্রীদেরকে সর্বত্র আলো ছড়িয়ে দিতে হবে, ক্রিকেটের ক্ষেত্রেও। এসময় ক্রিকেটে একদিন বিশ্বজয়ের স্বপ্ন বাস্তবায়নের আশাবাদ পুনরায় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। বিকেলে স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রজত জয়ন্তীর অনুষ্ঠান শেষ হবে।
×