ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চটগ্রামে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন মা

প্রকাশিত: ০১:০৫, ৭ নভেম্বর ২০১৫

চটগ্রামে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন মা

অনলাইন ডেস্ক ॥ বন্দরনগরী চট্টগ্রামে একসঙ্গে ৬ সন্তান জন্ম দিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছেন এক নারী। নগরীর আন্দরকিল্লাহ জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে শনিবার সকালে তিনি ছয়টি সন্তান প্রসব করেন। রাফিয়া আনোয়ার (২৫) নামে এ নারী কোনো অপারেশন ছাড়াই স্বাভবিকভাবে ছয় সন্তান জন্ম দিয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক। এর মধ্যে একটি ছেলে ও অন্য পাঁচটি কন্যা সন্তান। রাফিয়া আনোয়ার জেলার ফটিকছড়ি উপজেলার ছাদেক নগন গ্রামের বাসিন্দা আবুধাবী প্রবাসী মাওলানা ইয়াকুবের স্ত্রী। জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ রোজী দত্ত সাংবাদিকদের জানান, সকাল পৌনে ৮টার দিকে রাফিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সোয়া ১০টার দিকে প্রথমে ছেলে শিশুটির জন্ম দেন। তার পর একে একে আরও পাঁচটি মেয়ে শিশু জন্ম দেন তিনি। ছয় সন্তানের ভূমিষ্ট হওয়ার এক ঘণ্টার মধ্যে দুজন ইতোমধ্যে মারা গেছে। আর দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বেবি কেয়ার ইউনিটে পাঠানো হয়েছে। মা ও অন্য দুই শিশু মাতৃসদন হাসপাতালে আপাতত সুস্থ অবস্থায় আছে।
×