ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘ভারত সহিষ্ণু’ বোঝাতে অনুপম খেরের পাল্টা মিছিল

প্রকাশিত: ০৪:১৮, ৮ নভেম্বর ২০১৫

‘ভারত সহিষ্ণু’ বোঝাতে অনুপম খেরের পাল্টা মিছিল

জাতীয় পুরস্কার ফেরানোর প্রতিবাদে এবার পথে নামলেন জাতীয় পুরস্কার বিজয়ী বলিউড অভিনেতা অনুপম খের। শনিবার ‘মার্চ ফর ইন্ডিয়া’ নামে দিল্লীতে একটি পদযাত্রা বের করেন তিনি। দেশের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, সেই বার্তা দিতে এবং অসহিষ্ণুতার প্রতিবাদেই এ পদযাত্রা বলে জানান অনুপম। তিনি বলেন, ভারত সহিষ্ণু দেশ এবং এই বার্তা দিতেই আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে ধরেছি। খবর দ্য স্টেটসম্যানের। দিল্লীর জনপথে অবস্থিত জাতীয় মিউজিয়ামের সামনে থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত অনুপমের নেতৃত্বে পদযাত্রাটি শুরু হয় সকাল ১০টায়। এ পদযাত্রায় অভিনেত্রী ও বিজেপি এমপি হেমা মালিনী, পরিচালক মধুর ভান্ডারকর, গায়ক অনুপ জলোটা, মালিনী অবস্থী, সাহিত্যিক নরেন্দ্র কোহলী, দয়াপ্রকাশ সিংসহ বহু বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন। যদিও অনুপম ব্যক্তিগতভাবে কাউকে এ পদযাত্রায় অংশগ্রহণের কথা বলেননি। শনিবার সকালে তিনি এ বিষয়ে কেবল একটি টুইট করেছিলেন। সেই টুইটের পরিপ্রেক্ষিতেই বহু মানুষ এ পদযাত্রায় শামিল হন এবং দেশ-বিদেশ থেকে বহু মানুষ এ পদযাত্রাকে স্বাগত জানিয়েছে বলে জানান এই বিশিষ্ট অভিনেতা। দেশজুড়ে যে অসহিষ্ণুতা চলছে, বিশিষ্ট ব্যক্তিরা জাতীয় পুরস্কার ফিরিয়ে দিচ্ছেনÑ তার প্রতিবাদে পদযাত্রা করে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে দেখা করে স্মারকলিপি পেশ করেন অনুপম। পদযাত্রা শুরুর প্রাক্কালে এই বলিউড তারকা বলেন, দেশে অসহিষ্ণুতার বাতাবরণ সৃষ্টি করার অধিকার কারও নেই। আমরা সকলে ধর্মনিরপেক্ষ মানুষ। আমরা মনে করি না ভারত অসহিষ্ণু। এ সব বিষয় নিয়ে ফেসবুক বা টুইটারে আলোচনা সম্ভব নয়, ব্যক্তিগত আলাপচারিতার প্রয়োজন। চীনে ১৩০০ বছরের গাছ ১৩০০ বছরের পুরনো গাছ পাওয়া গেছে মধ্য চীনের হুনান প্রদেশে। উদ্ভিদ বিশেষজ্ঞদের মতে এই টেক্সাস চাইনিজ প্রজাতির গাছগুলো চীনে রয়েছে প্রায় ২৫ লাখ বছর ধরে। এগুলো আকারে বড় হলেও এর ফলের বীজ হয় কম এবং সেই বীজ থেকে নতুন গাছ জন্মানোর হারও বেশ কম।-জি নিউজ এবার শাকিরার গেম মোবাইল গেম ‘কিম কার্দাশিয়ান: হলিউড’এর পর এখন এ্যাপ স্টোর কাঁপাচ্ছে পপ শিল্পী শাকিরার মোবাইল গেম ‘লাভ রকস’। গেমটি তৈরিতে শাকিরাকে সহযোগিতা করেছে এ্যাংরি বার্ড ডেভেলপার রোভিও এন্টারটেইনমেন্ট। স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য অক্টোবরে লঞ্চ করা গেমটি অনেকটা ক্যান্ডি-ক্রাশ ধরনের। গেমের ডিজাইন থেকে শুরু করে মিউজিক পর্যন্ত প্রায় প্রতিটি ক্ষেত্রেই শাকিরা সরাসরি যুক্ত ছিলেন। এই গেমের মাধ্যমে শাকিরার গানও সংগ্রহ করা যাবে। যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, স্পেন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি ও অস্ট্রেলিয়াতে গেমটি পাওয়া যাচ্ছে।- গার্ডিয়ান
×