ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আশাপূর্ণা দেবীর উপন্যাস অবলম্বনে ‘অপরাজিতা’

প্রকাশিত: ০৪:৩৫, ৮ নভেম্বর ২০১৫

আশাপূর্ণা দেবীর উপন্যাস অবলম্বনে ‘অপরাজিতা’

সংস্কৃতি ডেস্ক ॥ উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক আশাপূর্ণা দেবীর কালজয়ী উপন্যাস ‘বালুচরী’ অবলম্বনে দীপ্ত টিভিতে প্রচারের জন্য নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘অপরাজিতা। ধারাবাহিক টি সপ্তাহে ছয়দিন প্রচার হবে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- নাইরুজ, আফজাল কবীর, চিত্রলেখা গুহ, সায়মা করিমসহ অনেকে। কাজী মিডিয়া লিমিটেডের প্রযোজনায় নির্মিত এ ধারাবাহিকের লাইন প্রডিউসার সায়লা আহমেদ। ‘বালুচরী’ উপন্যাসের পাতা থেকে উঠে আসা হার না মানা এক নারীর গল্প নিয়ে মেগা সিরিয়ালটি নির্মিত হচ্ছে। নাটকের গল্পে দেখা যাবে অসুস্থ মা, মেজাজি বাবা আর ছোট ছোট ভাইবোন নিয়ে অনার্স পড়ুয়া মন্দিরার মধ্যবিত্ত পরিবার। মন্দিরা, যার স্বপ্ন ভালভাবে পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাঁড়ানো। আর এই মন্দিরাকে নিয়েই স্বপ্ন দেখে সদ্য পাস করা ডাক্তার অভিজিত। মন্দিরা আর অভিজিতের স্বপ্ন একটি রেখায় যুক্ত হয়ে এগিয়ে যেতে থাকে সামনের দিকে।
×