ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইসলাম ও নৈতিক শিক্ষা

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:০৭, ৮ নভেম্বর ২০১৫

নবম শ্রেণির পড়াশোনা

১. কারা জাহান্নামে ক্রমাগত অগ্নিদগ্ধ হবে? ক) কাফিররা খ) পাপীরা গ) ফাসিকরা ঘ) মিথ্যাবাদীরা ২. আবু বকর (রা)-এর উপাধি কী ছিল? ক) সিদ্দিক খ) জুননুরাইল গ) ফারুক ঘ) আল-আমিন ৩. প্রত্যেক ধনী মুসলমানকে জীবনে একবার হজ করতে হবে- র. শরিয়তের বিধান অনুসারণ করার জন্য রর. আল্লাহর নির্দেশ পালনের জন্য ররর. বায়তুল্লাহ যিয়ারতের জন্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৪. ঈসা (আ.)-এর ওপর কোন কিতাব অবতীর্ণ হয়? ক) তাওরাত খ) যাবুর গ) ইঞ্জিল ঘ) কুরআন ৫. শিক্ষা মানুষকে সাহায্য করে- র. শারীরিক বিকাশ সাধনে রর. মাবন হৃদয়কে বিকশিত করতে ররর. প্রকৃত মানুষ হতে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ররর ৬. কত বছর বয়সে আত-তাবারি (রা) কুরআন মুখস্থ করেন? ক) চার খ) পাঁচ গ) ছয় ঘ) সাত ৭. আল-কুরআন হলো- র. এটি কুরআন ও সুন্নাহর অকাট্য দলিল দ্বারা প্রমাণিত রর. এর অস্বীকারকারী কাফির হয় ররর. এটি পালন না করলে কবিরা গুনাহ হয় নিচের কোনটি সঠিক? ক) র, রর ও ররর খ) র গ) রর ঘ) ররর ৮. ধৈর্যের মাস কোনটি? ক) মহররম খ) রমযান বা রমাদান গ) যিলহাজ্জ ঘ) রবিউল আউয়াল ৯. ‘তোমরা আমানতসমূহ তার মালিকের নিকট প্রত্যর্পণ কর।’ কোন গ্রন্থ থেকে নেওয়া? ক) কুরআন খ) বাইবেল গ) রিপাবলিক ঘ) বুখারি ১০. কুরআন মজিদের সব সংক্ষিপ্ত বিষয়ের ব্যাখ্যাদানের দায়িত্ব কার ওপর ছিল? ক) মহানবী (স) খ) যায়িদ বিন সাবিত (রা) গ) হযরত আলী (রা) ঘ) হযরত উমর (রা) ১১. সাহাবীগণ কার অনুমতিক্রমে ব্যক্তিগতভাবে হাদিস শিখে রাখতেন? ক) মহান আল্লাহ খ) রাসূলুল্লাহ (স) গ) সাহাবীগণ ঘ) তাবঈগণ ১২. কুরআন নাযিলের প্রকৃত উদ্দেশ্য কখন সাধিত হবে? ক) যখন আমরা মুখস্থ করব খ) যখন আমরা প্রচার করব গ) যখন আমরা অন্যকে বুঝাব ঘ) যখন আমরা বুঝে তিলাওয়াত করব ১৩. উত্তম ব্যক্তি কে? ক) যে বেশি দান করে খ) সত্যবাদী গ) সুন্দর চরিত্রের অধিকারী ঘ) যাকাত দানকারী ১৪. মহানবী (স) আরবদের কয়টি রীতিতে কুরআন তিলাওয়াততের অনুমতি দিয়েছিলেন? ক) পাঁচটি খ) ছয়টি গ) সাতটি ঘ) আটটি ১৫. ‘বায়তুল ইযযাহ’ কোথায় অবস্থিত? ক) চতুর্থ আসমানে খ) আরশে মুয়াল্লায় গ) নিকটবর্তী আসমানে ঘ) জান্নাতুল বাকীতে ১৬. কোন নবীর মাধ্যমে নবুয়তের ধারা সমাপ্ত হয়েছে? ক) আদম (আ.) খ) নুহ (আ.) গ) হুদ (আ.) ঘ) মুহাম্মদ (স.) ১৭. সর্বোত্তম কাজ কী? ক) জ্ঞান অর্জন খ) আল্লাহ তায়ালার স্মরণ গ) মানবসেবা ঘ) ভ্রমণ করা ১৮. ‘তাহলে আমি আমার বিবেকবুদ্ধি প্রয়োগে সিদ্ধান্ত গ্রহণ করব?’- এ উক্তির দ্বারা কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ক) কিয়াসের খ) সুন্নাহর গ) ইজমার ঘ) ইলমে শরিয়তের ১৯. ইমাম আবু হানিফা (রা)-এর পিতার নাম কী? ক) নুমান খ) সাবিত গ) তাহির ঘ) আহমাদ ২০. যারা পুণ্যবান তাদের আমলনামা কোথায় দেওয়া হবে? ক) বাম হাতে খ) ডান হাতে গ) বাম কাঁধে ঘ) ডান কাঁধে ২১. ‘আমিই কুরআন নাজিল করেছি এবং অবশ্যই আমিই এর সংরক্ষক’-এটি কোন সূরায় বর্ণিত হয়েছে? ক) আল-বাকারায় খ) আম্বিয়ায় গ) আল-আরাফে ঘ) আল-হিজরে ২২. হারবুল ফিজার কত বছর স্থায়ী হয়েছিল? ক) তিন বছর খ) চার বছর গ) পাঁচ বছর ঘ) ছয় বছর ২৩. হযরত আলি (রা)-এর জীবনযাপন পদ্ধতি ছিল- র. সহজ-সরল রর. জাঁকজমকপূর্ণ ররর. অনাড়ম্বর নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) ররর ২৪. জ্ঞান-বিজ্ঞানের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হলো- ক) হাদিস খ) বিশ্বকোষ গ) আসমানি কিতাব ঘ) বিজ্ঞান গ্রন্থ ২৫. ইমান মানুষের অন্তরে সৃষ্টি করে আল্লাহর প্রতি- ক) অনুরাগ খ) আনুগত্য গ) শান্তি ঘ) সান্নিধ্য ২৬. ‘জিহাদ’ শব্দের আভিধানিক অর্থ কী? ক) যুদ্ধ করা খ) আক্রমণ করা গ) প্রতিশোধ গ্রহণ করা ঘ) কঠোর পরিশ্রম করা ২৭. কাফিররা ঘরে ঢুকে মুহাম্মদ (স)-এর আমানতদারি দেখে কী করল? ক) প্রশংসা করল খ) আনন্দিত হলো গ) লজ্জিত হলো ঘ) ক্রোধে ফেটে পড়ল ২৮. নিয়তের হাদিসটি সহিহ বুখারির কোন হাদিস? ক) সর্বপ্রথম খ) সর্বশেষ গ) সর্বোত্তম ঘ) সর্বশ্রেষ্ঠ ২৯. মাতৃভূমির প্রতি মানুষের ভালোবাসা কোন প্রকৃতির? ক) আইনানুগ খ) বাধ্যতামূলক গ) সহজাত ও স্বভাবজাত ঘ) কোনোটিই নয় ৩০. ‘অর্থ ব্যয় করার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা ব্যক্তির বুদ্ধিমত্তার লক্ষণ।’ কে বলেছেন? ক) এডাম স্মিথ খ) ডেভিড রিকার্ডো গ) হযরত মুহাম্মদ (স) ঘ) ইবনে খালদুন ৩১. আখিরাতের পঞ্চম স্তর কোনটি? ক) কবর খ) মিযান গ) জান্নাত ঘ) হাশর ৩২. অন্তর পরিষ্কারের যন্ত্র কী? ক) তাওবা খ) যিকির গ) তিলাওয়াত ঘ) নামায ৩৩. যেসব প্রাণীকে কোনো দেবদেবীর নামে উৎসর্গ করা হয়, তার গোশত খাওয়ার ইসলামী বিধান কী? ক) হালাল খ) হারাম গ) মুবাহ ঘ) কল্যাণকর ৩৪. ‘আর তাদের (ধনীদের) সম্পদে ভিক্ষুক ও বঞ্চিতের অধিকার রয়েছে।’- এটা কোন সূরার অন্তর্গত? ক) সূরা আন-নিসা খ) সূরা আয-যারিয়াত গ) সূরা মায়িদাহ ঘ) সূরা আন-নাহল সঠিক উত্তর : ১. (খ) ২. (ক) ৩. (ক) ৪. (গ) ৫. (ঘ) ৬. (ঘ) ৭. (ক) ৮. (খ) ৯. (ক) ১০. (ক) ১১. (খ) ১২. (ঘ) ১৩. (গ) ১৪. (গ) ১৫. (গ) ১৬. (ঘ) ১৭. (খ) ১৮. (ক) ১৯. (খ) ২০. (খ) ২১. (ঘ) ২২. (গ) ২৩. (গ) ২৪. (গ) ২৫. (ক) ২৬. (ঘ) ২৭. (গ) ২৮. (ক) ২৯. (গ) ৩০. (গ) ৩১. (খ) ৩২. (খ) ৩৩. (খ) ৩৪. (খ)
×