ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইতিহাস প্রথম পত্র

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:০৮, ৮ নভেম্বর ২০১৫

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

১. বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপট হলো- র. মুক্তিযুদ্ধ রর. গণঅভ্যুত্থান ররর. ১১ দফা কর্মসূচী নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২. আগরতলা মামলাকে কী নামে অভিহিত করা হয়? ক) রাষ্ট্র বনাম আগরতলা খ) শেখ মুজিবর রহমান বনাম রাষ্ট্র গ) রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য ঘ) পশ্চিম পাকিস্তান বনাম পূর্ব পাকিস্তান ৩. ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন- ক) ঔপন্যাসিক খ) চিত্রকর গ) ভাষাবিদ ঘ) নাট্যকর ৪. ভারত-সোভিয়েত ইউনিয়ন চুক্তি স্বাক্ষরিত হয় কবে? ক) ১৯৭১ সালের ৬ আগস্ট খ) ১৯৭১ সালের ৭ আগস্ট গ) ১৯৭১ সালের ৮ আগস্ট ঘ) ১৯৭১ সালের ৯ আগস্ট ৫. ফেনীতে কোনটি পরিবর্তন করে ‘সালাম নগর’ রাখা হয়? ক) নিজ গ্রাম পারিল খ) দাগন ভূঁইয়া উপজেলা গ) নিজ গ্রাম লক্ষণপুর ঘ) নিজ গ্রাম কোন্নগর ৬. সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশন সংগঠনটির উদ্দেশ্যে কী ছিল? ক) মুসলমানদের রাজনৈতিক সচেতনতা খ) মুসলমানদের ধর্মীয় সচেতনতা গ) মুসলমানদের পাশ্চাত্য শিক্ষার প্রতি সচেতনতা ঘ) মুসলমানদের মৌলিক অধিকারের সচেতনতা ৭. তুর্কি শাসকরা কত সালে কনস্টান্টিনোপল দখল করেন? ক) ১৪৫১ খ) ১৪৫২ গ) ১৪৫৩ ঘ) ১৪৫৪ ৮. মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের অবস্থা প্রচারের মাধ্যম হলো- র. বেতার রর. পত্রপত্রিকা ররর. কৃষক-শ্রমিক নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ঘ) ররর ৯. মীরকাশিম রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তারিত করেন কেন? ক) প্রশাসনকে ইংরেজ প্রবাবমুক্ত করার জন্য খ) ভৌগলিক পরিবেশ তৈরি করার জন্য গ) পর্তুগিজদের প্রভাবমুক্ত করার জন্য ঘ) ওলন্দাজদের প্রভাবমুক্ত করার জন্য ১০. মুক্তিযুদেধর সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? ক) ওয়াশিংটন খ) রিচার্ড নিক্সন গ) হেনরি কিসিঞ্জার ঘ) জন এফ কেনেডি ১১. ‘ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠনের উদ্দেশ্য ছিল কোনটি? ক) নাজিমুদ্দিনের পক্ষ নেয়া খ) উর্দু ভাষা প্রতিষ্ঠার বিরোধিতা করা গ) রাজনৈতিক দলগুলোকে একত্রিত করা ঘ) ধর্মঘট পালন করা ১২. ভারত কবে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে? ক) ১৯৭১ সালের ৩ ডিসেম্বর খ) ১৯৭১ সালের ৬ ডিসেম্বর গ) ১৯৭১ সালের ৯ ডিসেম্বর ঘ) ১৯৭১ সালের ১২ ডিসেম্বর ১৩. বিবিসি কোন দেশের সংবাদ মাধ্যম? ক) যুক্তরাষ্ট্রের খ) যুক্তরাজ্যের গ) রাশিয়ার ঘ) চীনের ১৪. পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন বসে কবে? ক) ১৭ জানুয়ারি ১৯৪৭ খ) ২৩ ফেব্রুয়ারি ১৯৪৮ গ) ৯ জুলাই ১৯৪৯ ঘ) ১১ ডিসেম্বর ১৯৫২ ১৫. সাঁওতালরা কোন অঞ্চলে বাস করত? ক) কাশিমবাজারে খ) নাগপুরে গ) রাজমহলের পার্বত্য অঞ্চলে ঘ) ত্রিপুরায় ১৬. কবে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়? ক) ১ লা মার্চ ১৯৭০ খ) ২রা মার্চ ১৯৭০ গ) ১লা মার্চ ১৯৭১ ঘ) ২রা মার্চ ১৯৭২ ১৭. মুক্তিবাহিনী গঠনের তাৎপর্য কোনটি? ক) সঠিকভাবে যুদ্ধ পরিচালনা করা খ) সাহসের সঙ্গে যুদ্ধ করা গ) কমান্ডার নিযুক্ত করা ঘ) বাংলাদেশকে শুত্রুমুক্ত করা সঠিক উত্তর : ১. (ঘ) ২. (গ) ৩. (গ) ৪. (গ) ৫. (গ) ৬. (ক) ৭. (গ) ৮. (খ) ৯. (ক) ১০. (খ) ১১. (খ) ১২. (খ) ১৩. (খ) ১৪. (খ) ১৫. (গ) ১৬. (গ) ১৭. (ক)
×