ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাতৃভাষা ইনস্টিটিউটকে ক্যাটাগরি-২-এর মর্যাদা ইউনেস্কোর

প্রকাশিত: ০৮:০৫, ৮ নভেম্বর ২০১৫

মাতৃভাষা ইনস্টিটিউটকে ক্যাটাগরি-২-এর মর্যাদা ইউনেস্কোর

বাংলানিউজ ॥ বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ক্যাটাগরি-২-এর মর্যাদা দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। শনিবার প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে অনুষ্ঠিত সাধারণ সম্মেলনের ৩৮তম অধিবেশনের বৈঠকে এ মর্যাদা দেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ১৯৫টি সদস্য দেশের প্রতিনিধি ছাড়াও ৮টি সহযোগী দেশের সদস্য অংশ নিচ্ছেন। এ অধিবেশনেই ক্যাটাগরি-২-এ উন্নীতের মর্যাদা পায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। এ ইনস্টিটিউট বাংলাদেশে ইউনেস্কোর মর্যাদাপূর্ণ প্রথম সংস্থা। ক্যাটাগরি-২-এ উন্নীত হওয়ায় শিক্ষামন্ত্রী তার বক্তৃতায় সদস্য দেশ ও ইউনেস্কোর শীর্ষ কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ক্যাটাগরি-২-এ উন্নীত হওয়া বাংলাদেশের জন্য গর্বের। এতে ইউনেস্কো থেকে বিভিন্ন সহায়তা আরও বাড়বে। মাতৃভাষা বাংলার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এ ভূখণ্ডের মানুষ রক্ত দিয়েছিল। এ জন্য ১৯৯৯ সালের ১৭ নবেম্বর ইউনেস্কো এ দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। ফলে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা বাংলাসহ অন্য ভাষা গবেষণার জন্য প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।
×