ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরের মেয়র মান্নানের জামিন

প্রকাশিত: ১৯:১৪, ৮ নভেম্বর ২০১৫

গাজীপুরের মেয়র মান্নানের জামিন

স্টাফ রিপোর্টার॥ নাশকতার দুই মামলায় গাজীপুরের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারা মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ রবিবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা। মাসুদ রানা জানান, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর টঙ্গী ও কালিয়াকৈর থানায় পুলিশের দায়ের করা নাশকতার দুই মামলায় আদালত মেয়র মান্নানকে জামিন দেন। তিনি জানান, পুলিশ এ পযন্ত তাকে মোট ১৭টি মামলায় আটক দেখিয়েছে। এর মধ্যে আগে তিনি ১৫টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বাকি দুই মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আইনী কোনো বাধা নেই। সরকার বিরোধী আন্দোলনের সময় চলতি বছরের ১১ ফেব্রুয়ারি এম এ মান্নানকে তার রাজধানীর বাসা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে তিনি বারডেমে চিকিৎসাধীন।
×