ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দেশকে সিরিয়া বানাতে আইএস নিয়ে চাপ ॥ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৯:৫২, ৮ নভেম্বর ২০১৫

দেশকে সিরিয়া বানাতে আইএস নিয়ে চাপ ॥ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হত্যা ও হামলার পেছনে আইএস আছে- এমন স্বীকারোক্তি দিতে ‘প্রচণ্ড চাপ’ আসছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে সিরিয়া বানাতেই এই চাপ। আজ রবিবার গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সদ্য সমাপ্ত নেদারল্যান্ডস সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শেখ হাসিনা বলেন,“আগুন দিয়ে মানুষকে হত্যার পরও যেখানে দেখা যাচ্ছে যে তারা কিছু করতে পারছে না, তাই একটি গ্রুপ নেমেছে গুপ্ত হত্যায়। “তারা চেষ্টা করছে বাংলাদেশে আইএস আছে সেটা প্রমাণ করার। যদি তা করতে পারে তা হলে বাংলাদেশে কি ঘটতে পারে তা একবার কল্পনা করতে পারেন? “সিরিয়ায় কি হচ্ছে, লিবিয়ায় কি হচ্ছে, ইরাকে কি হচ্ছে, সেসব দেশে যা হচ্ছে, তারা বাংলাদেশেও সেই অবস্থা সৃষ্টি করতে চায়।” প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ‘ওই অবস্থা সৃষ্টি হোক’ তা তার সরকারের কাম্য নয়। “যারা ধরা পড়ছে, তারা একটি বিশেষ দলের সঙ্গে সম্পৃক্ত, হয়ত ছাত্রজীবনে শিবির করেছে, ছাত্রদল করেছে। আর কাউকে তো আমরা দেখছি না।” বিদেশি ‍খুনের পর প্রকাশক হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রী বিদেশে থাকার সময়ই ঢাকার আশুলিয়ায় তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে এক কনস্টেবলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। যুদ্ধাপরাধের বিচার বানচাল এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত জোটই এসব করাচ্ছে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। শেখ হাসিনা বলেন, “বাংলাদেশের জনগণকে আমি আহ্বান করব। এক সময় জঙ্গিবাদের উত্থান হয়েছিল, জনগণকে সাথে নিয়ে আমরা তার সমাধান করেছি।” এবারও সরকার জনগণকে নিয়েই তা মোকাবেলা করবে বলে জানান প্রধানমন্ত্রী।
×