ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পার্বতীপুরে জাসদের পাল্টাপাল্টি কমিটি ॥ কর্মিরা বিভ্রান্তিতে

প্রকাশিত: ২০:১২, ৮ নভেম্বর ২০১৫

পার্বতীপুরে জাসদের পাল্টাপাল্টি কমিটি ॥ কর্মিরা বিভ্রান্তিতে

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর॥ পার্বতীপুরে জাসদের পাল্টাপাল্টি কমিটি গঠনে মাঠ পর্যায়ের কর্মিরা বিভ্রান্তির মধ্যে পড়েছে। ৫ দিনের ব্যবধানে দুটি কাউন্সিল অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার শহরের জাসদ কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে প্রভাষক আতাউর রহমান সভাপতি ও শাহাদত হোসেনকে সাধারন সম্পাদক করে উপজেলা জাসদের কমিটি গঠিত হয়। পৌর কমিটির সভাপতি মুসলিমুর রহমান ও সাধারন সম্পাদক সৈয়দ আব্দুল্লাহেল কাফি। কাউন্সিলে প্রধান অথিতি ছিলেন দিনাজপুর জেলা জাসদের সাধারন সম্পাদক এডভোকেট লিয়াকত আলী। তিনি এই কমিটিকে লিখিত অনুমোদন দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। শুক্রবার স্থানীয় বালিকা বিদ্যাপীঠ বিদ্যালয় প্রাঙ্গনে কাউন্সিলে সামসুজ্জোহা সভাপতি ও মামুনুর রশিদকে সাধারন সম্পাদক করে আরেকটি কমিটি গঠিত হয়। এতে পৌর কমিটির সভাপতি জামাল হোসেন নবী ও সাধারন সম্পাদক মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন জেলা জাসদের আইন বিষয়ক খাদেমুল ইসলাম। যোগাযোগ করলে জেলা জাসদের সভাপতি এডভোকেট ইমামুল হক আজ রবিবার দুপুরে জানিয়েছেন, জেলা কমিটির প্রতিনিধিত্ব করার দায়িত্বপ্রাপ্ত দলের সাধারন সম্পাদক এডভোকেট লিয়াকত আলী যে কাউন্সিলে উপস্থিত ছিলেন সেটিই বৈধ। অন্যটির ব্যাপারে জেলা কমিটি কিছু জানেনা ।
×