ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে আদা ক্ষেতে মোড়ক

প্রকাশিত: ২২:৩৩, ৮ নভেম্বর ২০১৫

নীলফামারীতে আদা ক্ষেতে মোড়ক

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ মসলা জাতীয় অর্থকরি ফসল আদা ক্ষেতে ব্যাপক হারে মোড়ক দেখা দিয়েছে। নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় মাঠের পর মাঠ আদার গোড়া পচে যাওয়ায় সর্বশান্ত হচ্ছেন চাষিরা। আজ রবিবার এলাকার আদা চাষীরা এ কথা জানায়। সুত্রমতে এবারে এই উপজেলায় কৃষি বিভাগ আদা চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছিল ২৮১ হেক্টর জমিতে। কিন্তু আদা চাষে এলাকাটি বিখ্যাত হওয়ায় সেখানে ৪১০ হেক্টর জমিতে কৃষকরা আদা চাষ করে। আদা ক্ষেতে মোড়ক দেখা দেয়ায় প্রতি বিঘা জমিতে কৃষকদের লোকশান গুনতে হবে ১০ থেকে ১৫ হাজার টাকা।
×