ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাইবান্ধা-পলাশবাড়ি সড়কে ঝুঁকিপূর্ণ ভাবে রাখা হয়েছে বৈদ্যুতিক পোল

প্রকাশিত: ২২:৫৯, ৮ নভেম্বর ২০১৫

গাইবান্ধা-পলাশবাড়ি সড়কে ঝুঁকিপূর্ণ ভাবে রাখা হয়েছে বৈদ্যুতিক পোল

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধা জেলা শহরের সাথে সংযোগ রক্ষাকারি একমাত্র ব্যস্ততম সড়ক গাইবান্ধা-পলাশবাড়ি সড়কে তুলসীঘাটের বুড়িরঘর এলাকায় রাস্তার দু’পাশে গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুতের পোলগুলো অযতেœ অবহেলায় ফেলে রাখা হয়েছে। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহন চলাচলও ঝুকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে এই এলাকায় প্রতিনিয়তই ছোট খাটো দুর্ঘটনা ঘটছে। সড়ক ও জনপদ বিভাগের অনুমতি ছাড়াই রাস্তার পাশে বিদ্যুতের কংক্রিটের এই পোলগুলো রাখা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, জামায়াত-শিবিরের ক্যাডার সন্ত্রাসীরা ওই এলাকাতেই পেট্রোল বোমা ছুড়ে মানুষ হত্যাসহ বাস পুড়িয়ে দিয়েছে। এই ঘটনায় ৮ জন নিহত এবং ৩৭ জন অগ্নিদগ্ধে গুরুতর আহত হয়। আশংকা করা হচ্ছে জামায়াত-শিবির অধ্যুষিত ওই এলাকায় ওভাবে পোলগুলো পড়ে থাকলে সন্ত্রাসী ক্যাডাররা পোলগুলো রাস্তার ফেলে রেখে বেরিকেড দিয়ে বড় ধরণের নাশকতার ঘটনা ঘটাতে পারে।
×