ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফেনীতে বীরশ্রেষ্ট ২ পরিবারকে সন্মাননা দিয়েছে ৪ বিজিবি ব্যাটালিয়ন

প্রকাশিত: ২৩:৫০, ৮ নভেম্বর ২০১৫

ফেনীতে বীরশ্রেষ্ট ২ পরিবারকে সন্মাননা দিয়েছে ৪ বিজিবি ব্যাটালিয়ন

নিজস্ব সংবাদদাতা ফেনী॥ মহান স্বাধীনতা যুদ্ধে সাহাদাৎ বরনকারী বীরশ্রেষ্ট ২ পরিবারকে সন্মানতা প্রদান করেছে ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়ন। বিজিবির বীরশ্রেষ্ট ব্যাটালিয়ন নামে পরিচিত ৪ বিজিবি ব্যাটালিয়ন রবিবার দুপুরে ফেনী জয়লস্কর ব্যাটালিয়ন সদর দপ্তরে ইউনিটটির রাইজিং ডে (প্রতিষ্ঠা বাষিকী) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সন্মাননা প্রদান করা হয়। বীরশ্রেষ্ট ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখের পরিবার যশোহর থেকে এবং বীরশ্রেষ্ট মুন্সী আবদুর রউফের পরিবার ফরিদপুর থেকে ব্যাটলিয়ন সদর দপ্তরের অনুষ্ঠানে যোগ দেন। কুমিল্লা সেক্টর কামান্ডার কর্নেল আমিরুল ইসলাম সিকদার ও ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল শামিম ইফতেখার কেককাটার মধ্য দিয়ে অনুষ্ঠানে শুরু করেন। অনুষ্ঠানে শহীদ আবদুর রউফের দুই বোন জোহরা বেগম ও হাজেরা বেগমের হাতে এবং শহীদ নুরমোহাম্মদ শেখের স্ত্রী ফজিলতুন ইসলাম অসুস্থ থাকায় আসতে না পারায় তার পক্ষে তার নাতী সন্মাননা গ্রহন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কমকর্তাগন উপস্থিত ছিলেন।
×