ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে দরপতনে লেনদেন শেষ

প্রকাশিত: ২৩:৫১, ৮ নভেম্বর ২০১৫

পুঁজিবাজারে দরপতনে লেনদেন শেষ

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রথম কার্যদিবসেই পতনে লেনদেন হয়েছে দেশের উভয় বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। রবিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের পতন হয়েছে। আর সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। প্রসঙ্গত, এর আগের দুই কার্যদিবসও লেনদেন পতনে হয়েছিল পুঁজিবাজারে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে ৩১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২০ কোটি ৭৫ লাখ টাকা বা ৬ দশমিক ১৯ শতাংশ কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩৩৫ কোটি টাকার শেয়ার। রবিবারে ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ২২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫৯ পয়েন্ট কমে ৪ হাজার ৪৪৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৮৯ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো - ইফাদ অটোস, কেডিস এক্সেসরিজ, সাইফ পাওয়ারটেক, কাশেম ড্রাইসেলস, বাংলাদেশ স্টিল রি- রোলিং মিলস লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, বেক্সিমকো ফার্মা এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন । রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬০১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৬২টি এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।
×