ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে আদিবাসী প্রতিবন্ধী নারীর বাড়ীতে অগ্নিসংযোগ

প্রকাশিত: ২৩:৫২, ৮ নভেম্বর ২০১৫

জয়পুরহাটে আদিবাসী প্রতিবন্ধী নারীর বাড়ীতে অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ শনিবার গভীর রাতে জয়পুরহাট সদর উপজেলার নিত্তিপাড়া গ্রামে মরিয়ম হাসদা (৫৫) নামে এক আদিবাসী প্রতিবন্ধী নারীর বাড়ীতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় দেড়লাখ টাকার আসবাবপত্র আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। মামলা সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে নিত্তিপাড়া গ্রামের প্রতিবন্ধী নারী মরিয়ম হাসদা অসুস্থবোধ করায় ঘরে তালা দিয়ে কাকাতো ভাই রবিন্দ্র হাসদার বাড়ীতে ঘুমাতে যান। এর কিছুক্ষণ পর রাত অনুমান ২টার সময় কে বা কারা তার বাড়ীতে প্রবেশ করে মূল দরজার তালা ভেঙ্গে ঘরের সকল মালামাল ভাংচুর করে। পরে ঘরের ভেতরে অগ্নি সংযোগ করলে প্রায় দেড় লাখ টাকার মালামাল পুড়ে যায়। এ ঘটনায় মরিয়ম হাসদার ভাই অমল হাসদা বাদী হয়ে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে।
×