ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে বিদ্যুৎ বিভাগের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩:৫৩, ৮ নভেম্বর ২০১৫

জয়পুরহাটে বিদ্যুৎ বিভাগের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জয়পুরহাট বিদ্যুৎ বিভাগ জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৫ উদযাপন উপলক্ষ্যে রবিবার শিশু একাডেমী মিলনায়তনে বিষয়ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় অংশগ্রহন করে জয়পুরহাট সরকারি কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী জিনিয়া জান্নাত অনন্যা প্রথম, ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র সাকলায়ীন মাহফুজ দ্বিতীয় এবং জামালগঞ্জ কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী স্বপ্না পারভিন তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়পুরহাট বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মো. ফরিদুল হাসান, জয়পুরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক শহিদুল ইসলাম, শিশু একাডেমীর জেলা সংগঠক উমা রানী দাস, উপ-বিভাগীয় প্রকৌশলী হাসিবুর রহমান প্রমূখ।
×