ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে উদ্বুদ্ধকরণ সভা

প্রকাশিত: ২৩:৫৭, ৮ নভেম্বর ২০১৫

মুন্সীগঞ্জে উদ্বুদ্ধকরণ সভা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ফসল উৎপাদনে সুষম সার ব্যবহার ও ইউরিয়া সারের মোটাদানা-চিকনদানা ব্যবহার বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির ভাষণ দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফজলে আজিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা সারাবান তাহুরার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিছ-উজ-জামান আনিছ, কৃষি সম্প্রসারন অধিদফতরের উপ-পরিচালক মো হুমায়ুন কবীর, উপজেলা কৃষি অফিসার জগদীশ চন্দ্র দেবনাথ, জেলা কৃষক লীগের সভাপতি মহসিন মাখন, জেলা বিএফএ সভাপতি মো নোয়াব আলী প্রমুখ। সভায় সুষম সার ব্যবহার ও ইউরিয়া সারের মোটাদানা-চিকনদানা ব্যবহার করণ পদ্ধতি ও বেশী ফসল উৎপাদনে সুষম সার ব্যবহারের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়।
×