ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিহারের বিধানসভায় পরাজিত হতে চলছে বিজেপি

প্রকাশিত: ০০:১৬, ৮ নভেম্বর ২০১৫

বিহারের বিধানসভায় পরাজিত হতে চলছে বিজেপি

অনলাইন ডেস্ক ॥ বিহারের বিধানসভা নির্বাচনে পরাজিত হতে চলছে বিজেপি। এমনকি তা স্বীকার করে নিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক সংবাদে বলা হয়েছে ‘ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বীকার করে নিয়েছেন, বিহারে বিধানসভা নির্বাচনে তার দল বিজেপির পরাজয় হতে চলেছে।’ খবরে বলা হচ্ছে, গত সাধারণ নির্বাচনের পর গুরুত্বপূর্ণ এ নির্বাচনে এখনও ভোট গণনা চলছে। আজ ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। সর্বশেষ ভোট গণনায় দেখা গেছে, বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের নেতৃত্বে আঞ্চলিক দলগুলোর জোট এগিয়ে রয়েছে। ভরাডুবি হতে চলেছে বিজেপির নেতৃত্বে এনডিএ জোটের। বিবিসির সংবাদদাতারা বলছেন, নির্বাচনে মহাজোটের সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের অত্যন্ত দরিদ্র রাজ্য হিসাবে পরিচিত বিহারের এ নির্বাচনে জয়লাভের আশা করছিলেন। ধারণমতে, রাজ্যটিতে জয়লাভের মধ্য দিয়ে ভারতীয় সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভায় বিজেপির শক্তি বৃদ্ধি পাবে।
×