ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাভারে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

প্রকাশিত: ০০:৪৬, ৮ নভেম্বর ২০১৫

সাভারে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ প্রশাসনের সরকারী কর্মকর্তাদের সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানিয়েছেন ভুমি মন্ত্রী শামসুর রহমান শরীফ। মন্ত্রী রবিবার দুপুরে সাভারের সিএনবি এলাকায় ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন পুলিশ ও রেলওয়ের)এবং জুডিসিয়ার সার্ভিস কর্মকর্তাদের ১০৪ তম সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি এ সময় আরো বলেন, সরকারী বন বিভাগের জমি দখল হয়ে যাচ্ছে। বর্তমানে তা বিপদ সীমায় নেমে এসেছে। স্বাধীন সার্বভৌম এ বাংলাদেশে ভুমি ব্যবস্থাপনার নিয়ম-কানুন সাধারণ জনগন যানে না। তাদেরকে ভুমি ব্যবস্থা জানাতে ভুমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিদের্শ দেন তিনি। ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আকরাম হোসেন। ৪৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে ৩১ জন বিসিএস ক্যাডার অংশগ্রহণ করেন।
×