ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আশুলিয়া থেকে অপহৃত শিশু সাভারে উদ্ধার ॥ আটক ২

প্রকাশিত: ০০:৪৬, ৮ নভেম্বর ২০১৫

আশুলিয়া থেকে অপহৃত শিশু সাভারে উদ্ধার ॥  আটক ২

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ আশুলিয়া থেকে অপহৃত শিশু সৌরভ ৩ দিন পর সাভার মডেল থানাধীন হেমায়েতপুর থেকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় দু’ অপহরনকারীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানাধীন কাইচাবাড়ি এলাকার মজনু মিয়ার বাড়ির ভাড়াটিয়া জুয়েল (১৬) ও পাকুল (১৮) কৌশলে ওই বাড়ির অপর ভাড়াটিয়া রাজমিস্ত্রী মোস্তফা কামালের ৭ বছরের শিশু সৌরভকে অপহরণ করে নিয়ে যায় ও সৌরভের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে সৌরভের বাবা এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। পুলিশ মোবাইল ফোন কলের ট্রাকিং এর মাধ্যমে শনিবার মধ্য রাতে সাভারের হেমায়েতপুরের একটি বাসা থেকে দু’ অপহরণকারীসহ শিশুটিকে উদ্ধার করে। তবে, অপহরণ চক্রের মূল হোতা গাফ্ফার এ সময় পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতদের মধ্যে জুয়েল গাইবান্ধা জেলার গবিন্দগঞ্জ থানার মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে ও পাকুল একই থানার হোসেনপুর এলাকার রাজু মিয়ার ছেলে। পুলিশ জানায়, গাফ্ফারকে আটকের চেষ্টা চলছে।
×