ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রমিক বিক্ষোভ ডিইপিজেডে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

প্রকাশিত: ০০:৪৭, ৮ নভেম্বর ২০১৫

শ্রমিক বিক্ষোভ ডিইপিজেডে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করা হয়েছে আশুলিয়া থানাধীণ ‘ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা’ (ডিইপিজেড) এর পুরানো জোনে অবস্থিত বিনিয়োগকারী একটি বিদেশী তৈরি পোশাক কারখানায়। কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে কারখানার সাড়ে চারশ’ শ্রমিক। ডিইপিজেডের পুরানো জোনে অবস্থিত ‘আলফা প্যাটার্ন বিডি লিমিটেড’ নামের প্রতিষ্ঠানটি চীনা মালিকানাধীন। রবিবার সকালে কারখানায় গিয়ে বন্ধের নোটিশ দেখে ক্ষোভ প্রকাশ করে শ্রমিকরা। জানা গেছে, সার্ভিস বেনিফিটের দাবিতে কাজ বন্ধ রেখে শনিবার কারখানার অভ্যন্তরে বিক্ষোভ করে শ্রমিকরা। মালিকপক্ষ কোন সমাধানে না আসায় রবিবার সকালে কারখানার মুল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ। শ্রমিকরা রবিবার সকালে কারখানার সামনে এসে বন্ধের নোটিশ দেখে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ করতে চাইলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরে শ্রমিকরা বাড়ি ফিরে যায়।
×