ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিডিআর হত্যা মামলায় যুক্তিতর্ক চলছে

প্রকাশিত: ০১:০২, ৮ নভেম্বর ২০১৫

বিডিআর হত্যা মামলায় যুক্তিতর্ক চলছে

ষ্টাফ রিপোর্টার॥ পিলখানায় সংঘটিত বিডিআর হত্যা মামলায় দায়ের করা সকল ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। হাইকোর্টের বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের (বৃহত্তর) বিশেষ বেঞ্চে যুক্তিতর্ক উপস্থাপন করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মামলায় প্রথমে ডেথ রেফারেন্স নিয়ে শুনানি করবেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্ত। বিডিআর হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের ডেপুটি এ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সরোয়ার কাজল জানান, আমরা মোট একশ ২৪ কার্যদিবসে (তিনশ ৭২ ঘণ্টা) পেপারবুক পড়ে শেষ করেছি।গত ১৮ জানুয়ারি থেকে এ আপিলের শুনানি শুরু হয়। পিলখানা বিডিআর হত্যা মামলার চার ধরনের আপলি হয়েছে। সবগুলো আপিলের শুনানি একসঙ্গে চলে। বাদী পক্ষের ছয়শ’ ৫৪ জন সাক্ষীদের বক্তব্য ও বিচারিক আদালতে রায় আদালতে উপস্থাপন শেষ হবার মধ্য দিয়ে শেষ হয় পেপারবুক পড়া।আসামিপক্ষে শুনানিতে উপস্থিত থাকছেন আইনজীবি আমিনুল ইসলাম, ব্যারিস্ট্রার জ্যোতির্ময় বড়ূয়া, আইনজীবি সুলতানা আক্তার রুবী, আইনজীবী শামীম সরদার ও আইনজীবী জহিরুল আমিন। তারা দাবি করছেন, এতো বড়ো মামলা পরিচালনায় শুধু রাষ্ট্রপক্ষ নয়, আমাদেরও অভিজ্ঞতা ছিল না। তবে রাষ্ট্রপক্ষ দ্রততার সঙ্গে অগ্রাধিকার দিয়ে মামলার কার্যক্রম শেষ করেছে। তাদের যুক্তিতর্ক উপস্থান শেষ হলে আমরা যুক্তিতর্ক উপস্থাপন শুরু করবো। আশা করি আমরা আমাদের বক্তব্য উপস্থাপনের জন্য প্রয়োজন মতো সময় পাব।
×