ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে আটক ১৭

প্রকাশিত: ০৩:০৩, ৮ নভেম্বর ২০১৫

চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে আটক ১৭

অনলাইন রিপোর্টার ॥ চট্টগ্রামে যৌথবাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে নগরীর বাকলিয়া এলাকার বিভিন্ন বস্তি থেকে ১৭ জনকে আটক করেছে। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত র‌্যাব-পুলিশ-ডিবি-এপিবিএন ও বিজিবির সমন্বয়ে যৌথবাহিনীর ৫ শতাধিক সদস্য তিনটি টিমে বিভক্ত হয়ে এ অভিযান চালায়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে নগরীর বাঁকলিয়ার বাস্তুহারা কলোনি, ক্ষেতচর, শহীদ এনএমজে কলেজের আশপাশের এলাকার তিনটি বস্তিতে অভিযান চালিয়ে যৌথবাহিনী সন্দেহভাজন ১৭ জনকে আটক করে। আটকরা বাইরে থেকে এসে সেখানে থাকত। আটকদের মধ্যে কেউ সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ী আছে কিনা— তা যাচাই-বাছাই করা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাদের গ্রেফতার দেখানো হবে। সিএমপি সূত্রে জানা গেছে, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, নাশকতাকারীদের ধরতে পুলিশ, এপিবিএন, বিজিবি এবং র‌্যাব মিলে যৌথভাবে নগরীতে এ অভিযান শুরু করেছে বৃহস্পতিবার রাত থেকে।
×