ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তবু দুশ্চিন্তায় কোহলি !

প্রকাশিত: ০৩:০৫, ৮ নভেম্বর ২০১৫

তবু দুশ্চিন্তায় কোহলি !

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র আড়াই দিনেই মোহালি টেস্টে ১০৮ রানের বড় জয়ে চার ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে ভারত। ওয়ানডে-টি২০ সিরিজ হারের পর এত সহজে দক্ষিন আফ্রিকাকে কাবু করা যাবে, সেটা অনেকেই ভাবেন নি। মুলত রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন আশ্বিন, অমিত মিশ্রদের স্পিনাজাদুর ওপর ভর করে দারুণ শুরু স্বাগতিকদের। তবু সন্তুষ্ট নন সেনাপতি বিরাট কোহলি। নিজ দলের ব্যাটসম্যানদের অল্প রানে সাজ ঘরে ফেরাটাই ভারত অধিনায়কের যত দুশ্চিন্তার কারণ। ‘স্পিনের বিপক্ষে আমরা যে খুব একটা ভাল ব্যাটিং করিনি, সেটা স্বীকার করছি। শ্রীলঙ্কা সফরে গল টেস্টেও এমন হয়েছিল। একটা ভাল পার্টনারশিপ গড়তে পারছি না। ঘন ঘন উইকেট পড়ছে। যা আমাকে ভাবিয়ে তুলেছে। এদিকে অবশ্যই বাড়তি নজড় দিতে হবে।’ ২০১ ও ২০০ রানে অলআউট হয় ভারত। প্রথম ইনিংসে ১৮৪’র পর দ্বিতীয় ইনিংসে ১০৯ রানে অলআউট হয়ে লজ্জাজনকভাবে হারে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল দক্ষিন আফ্রিকা। ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা হন রবিন্দ্র জাদেজা। দ্বিতীয় ইনিংসে ভারতের আট জন ব্যাটসম্যানই প্রোটিয়াদের স্পিনে আউট হন। অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পুজারা, মুরলি বিজয়ের মতো সুপার ব্যাটসম্যানরা স্পিনের কাছে নতি স্বীকারকরেন। এভাবে চলতে থাকলে সামনে বড় বিপদ হতে পারে মনে করন কোহলি। তরুণ অধিনায়ক বলেন,‘চিন্তার কারণ অবশ্যই রয়েছে। আমাদের সবসময় স্পিন মোকাবিলা করার ব্যাপারে সুনাম রয়েছে। এটাই হয়ত চাপ হয়ে দাঁড়ায়। আসল কারণটা হলো সম্প্রতি মুরলী, পুজারা, জাদেজা ছাড়া আর কেউই প্রথম শ্রেনীর ক্রিকেটে খেলেনি। দু-বছর ধরে ঘরের মাটিতে টার্নিং উইকেটে খেলা হয়নি। বেশিরভাগ সময় বিদেশে খেলেছি। সেজন্যই হয়ত এমন হয়েছে। তবে এই সমস্যা দ্রুত কাটিয়ে উঠতে হবে।’
×