ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ছয় নবজাতকের শেষ দুটিও মারা গেছে

প্রকাশিত: ০৬:০১, ৯ নভেম্বর ২০১৫

ছয় নবজাতকের  শেষ দুটিও  মারা গেছে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীতে এক সঙ্গে জন্ম নেয়া ছয় নবজাতকের শেষ দুই শিশুও মারা গেছে। শনিবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। চমেক হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন দুই নবজাতকের বিষয়ে হাসপাতালের নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক এবং এনআইসিইউর প্রধান ডাঃ চৌধুরী চিরঞ্জিত বড়ুয়া বলেন, ‘শিশুগুলো স্বাভাবিক সময়ের চার মাস আগে জন্ম নেয়ায় ওদের হার্ট, কিডনি, ফুসফুস, ব্রেনসহ দেহের সব অঙ্গ অপরিণত ছিল। এনআইসিইউতে রেখে আমরা সব ধরনের চেষ্টা করে দেখেছি। কিন্তু তাদের অঙ্গগুলো পরিণত না থাকায় কোন কাজে আসেনি। শনিবার রাতেই তারা মারা যায়। এ ধরনের অপরিণত শিশু সচরাচর বাঁচে না বলে জানান তিনি। শনিবার সকাল ১০টায় নগরীর জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে এক সঙ্গে এই ছয় নবজাতকের জন্ম দেন ফটিকছড়ি উপজেলার সাদেক নগর গ্রামের গৃহবধূ রাবিয়া আনোয়ারা। ছয় নবজাতকের ৩ জনের ওজন ছিল ৫০০ গ্রাম এবং অপর ৩ জনের ওজন ছিল ৬০০ গ্রাম। এদের মধ্যে দুই জন জন্মগ্রহণের পর পর মারা যায়। এক ঘণ্টা পর আরও দুই জন মারা যায়। অবশিষ্ট দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।
×