ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জার্মানিতে শরণার্থীরা পূর্ণ অভিবাসীর মর্যাদা পাবে না

প্রকাশিত: ০৬:১০, ৯ নভেম্বর ২০১৫

জার্মানিতে শরণার্থীরা  পূর্ণ অভিবাসীর  মর্যাদা পাবে না

সিরিয়ায় গৃহযুদ্ধ থেকে জান বাঁচাতে আসা অভিবাসীরা জার্মানিতে অনির্দিষ্ট সময় ধরে থাকতে পারবে না। এছাড়া অভিবাসী হিসেবে তাদের সুযোগ-সুবিধা সীমিত থাকবে বলে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল ইতোপূর্বে অভিবাসীদের জন্য দরজা উন্মুক্ত রাখার নীতি গ্রহণ করেছিলেন বার্লিনের সর্বশেষ এই ঘোষণা স্পষ্টতই সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। খবর গার্ডিয়ান অনলাইনের। জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, সিরিয়া থেকে আসা শরণার্থীরা পূর্ণ অভিবাসী মর্যাদা পাবে না, তারা কেবল এক বছর অবস্থান করতে পারবে এবং এই সময়ে পরিবারের সদস্যরা একসঙ্গে মিলিত হতে পারবে না। সরকারী ঘোষণা থেকে ধারণা পাওয়া যাচ্ছে শরণার্থীদের আসতে দেয়ার ক্ষেত্রে নিয়মকানুন শিথিল করায় দেশটিতে ব্যাপক শরণার্থীর ঢল নেমেছে। তাই সরকার এখন রাশ টেনে ধরতে চাইছে। জার্মানি ছাড়াও ইউরোপের দেশগুলোর মধ্যে সুইডেন ও অস্ট্রিয়া শরণার্থীদের প্রতি সবচেয়ে সহানুভূতিপূর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিল। গত ছয় মাসে জার্মানিতে সবচেয়ে বেশি শরণার্থী এসেছে।
×