ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গীতা কূটনীতি রমজানকে ফিরিয়ে দিতে প্রস্তুত ভারত

প্রকাশিত: ০৬:১০, ৯ নভেম্বর ২০১৫

গীতা কূটনীতি রমজানকে ফিরিয়ে দিতে প্রস্তুত ভারত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ শনিবার জানিয়েছেন, তারা পাকিস্তান থেকে পালিয়ে আসা রমজানকে (১৫) ফেরত দেবে। এক ধারাবাহিক টুইটার বার্তায় তিনি এ কথা জানান। খবর ডন অনলাইনের। সুষমা জানান, যদি পাকিস্তান রমজানকে ফেরত নিতে প্রস্তুত থাকে তবে তাকে ফেরত দেয়া হবে। ভারতীয় কর্তৃপক্ষ তাকে করাচীতে তার মায়ের কাছে পাঠাতে প্রস্তুত রয়েছে। রমজান বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে। তিনি আরও জানান, নবেম্বরের ৩ তারিখে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার টিসিএ রাঘবন করাচীতে রমজানের মা রাজিয়া আক্তারের (৩২) সঙ্গে দেখা করে জানিয়েছেন, যদি তার ছেলের সঙ্গে ভুপালে দেখা করতে চান তবে তাকে ভিসা দেয়া হবে। নবেম্বরের ২ তারিখে স্বরাজ টুইটারে জানিয়েছেন, ভারতীয় সরকার রমজান ও সালমানের বিষয়টিও দ্রুততার সঙ্গে সমাধান করতে চায়।
×