ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এই সময়ে মনিরুল ইসলাম রাজিব

প্রকাশিত: ০৬:১৩, ৯ নভেম্বর ২০১৫

এই সময়ে মনিরুল ইসলাম রাজিব

সংস্কৃতি ডেস্ক ॥ আমাদের দেশের বিভিন্ন মিডিয়ায় প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন মুখ। অনেকে শখের বশে এ পথে পা বাড়ালেও শেষমেশ এই জগতকেই পেশা হিসেবে বেছে নেন। তবে এক্ষেত্রে মঞ্চকর্মী মনিরুল ইসলাম রাজিব একটু আলাদা। শিক্ষকতা তার পেশা হলেও শখ এবং ভালবাসা থেকে মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেন। রাজিব টঙ্গী আইডিয়াল কলেজ, ফেডারেল ল’ কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক। বর্তমানে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের নাট্যকর্মী রাজিব অভিনীত মঞ্চনাটকের মধ্যে রয়েছে তৌহিদ অন্তুর নির্দেশনায় নাটক ‘বাঁশি’ ও ‘একাত্তর’, মোস্তফা কামাল বাদলের নির্দেশনায় বিবর্তন সংস্কৃতি চর্চা কেন্দ্রের ‘ফেরারী নিশান’, লিয়াকত আলী লাকীর নির্দেশনায় পিপলস্ লিটল থিয়েটারের নাটক ‘আমাদের পৃথিবী’ প্রভৃতি। এছাড়া বেশকিছু টিভি অনুষ্ঠানে কাজ করেছেন। এরমধ্যে রয়েছে এশিয়ান টিভির তৌহিদ অন্তু পরিচালিত ‘আদার ব্যাপারী’, মারুফ মিঠুর পরিচালনায় বাংলাভিশনের ঈদের নাটক ‘সেই রকম ঘুষখোর’, মাহফুজ আহমেদের পরিচালনায় চ্যানেল আইয়ের টেলিফিল্ম ‘বাতাসের মানুষ’, যমুনা টিভির ক্রাইম ফিকশন ‘ফাঁদ’, নূরুল ইসলামের পরিচালনায় ‘লাভ ইন ফেসবুক’ নাটকে অভিনয় করেছেন। আজিজ টিপু পরিচালিত ‘বলদ’ এবং হোসেন মোহাম্মদ পরিচালিত ‘বোবা কান্না’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া যমুনা টিভির জনসচেতনতামূলক বিজ্ঞাপন, ধূমপানবিরোধী বিজ্ঞাপনে অভিনয় করেছেন। এছাড়াও বিভিন্ন শর্টফিল্ম ও ডকুমেন্টারিতে নিয়মিত অভিনয় করে থাকেন। রাজিব নিয়মিত অভিনয় করতে চান। সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন তিনি। তার জন্য শুভকামনা।
×