ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আর্টিস্ট ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:১৩, ৯ নভেম্বর ২০১৫

আর্টিস্ট ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ‘শিল্পীর জন্য শিল্পী’ সেøাগান ধারণ করে জন্ম নেয়া সংগঠন বাংলাদেশ আর্টিস্ট ফাউন্ডেশনের আয়োজনে সম্প্রতি এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সুরকার ও সঙ্গীত পরিচালক শেখ সাদী খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সেতারশিল্পী সত্যজিৎ চক্রবর্ত্তী, সঙ্গীত পরিচালক অশোক সরকার ও তবলাবাদক অভিজিৎ চক্রবর্ত্তী, অভিজিৎ রায়, পারকিউনিষ্ট মিঠুন চক্রবর্ত্তী, নৃত্যশিল্পী প্রথমা ভট্টাচার্য্য ও অšে¦ষা চক্রবর্তী, চতুরঙ্গী শিল্পী দীপন সরকার, সেতার শিল্পী আবুল কাসেম ও ইলিয়াছ খান, সঙ্গীতশিল্পী রতন হাফিজ, বেহালা বাদক শাহীন আলী, তৈয়বুর রহমান লিটন, গীটারবাদক মহিউদ্দিন নেওয়াজ ও আলোকচিত্রী মাজেদ চৌধুরী। সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় মগবাজারস্থ ২১৫/বি আউটার সার্কুলার রোডে আয়োজিত এ সভার শুরুতে সদ্যপ্রয়াত তবলা বাদক পন্ডিত বিজন চৌধুরী ও বেহালাবাদক আলমাস আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। সভায় সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও সংগঠনের কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে বাংলাদেশের সকল সঙ্গীতানুরাগী ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
×