ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিংড়া উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচন

আ’লীগ ও বিএনপির হাড্ডাহাড্ডি লড়াই

প্রকাশিত: ০৬:১৭, ৯ নভেম্বর ২০১৫

আ’লীগ ও বিএনপির হাড্ডাহাড্ডি লড়াই

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৮ নবেম্বর ॥ আগামীকাল ১০ নবেম্বর সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন। শেষ সময়ে জমে উঠেছে নির্বাচনী প্রচার। প্রার্থীরা সকাল থেকে রাত্রি অবধি নির্বাচনের কাজে ব্যস্ত। বিভিন্ন হোটেল রেস্তরাঁতে আলোচনার বিষয়বস্তু কে হচ্ছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালনরত অবস্থায় গত ২৩ আগস্ট হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করলে উপজেলা চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন আগামী ১০ নবেম্বর উপনির্বাচনের তপশীল ঘোষণা করেন। উপনির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান পদে আনারস মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মরহুম আবুল কালাম আজাদের স্ত্রী ফয়জুন নেছা পুতুল, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে দোয়াত-কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন পৌর আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম শফিক, ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এবং মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, উপজেলা শাখা নেতা মাওলানা আলহাজ আজিজুর রহমান। এলাকাবাসী জানান, সকল প্রার্থী নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদী হলেও সংশ্লিষ্টরা মনে করছেন মূল লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীর মধ্যেই। কারণ বড় দুটি দলের সমর্থকরাই বেশি। তারপরও অরাজনৈতিভাবে ভোট হলেও মূলত লড়াই হচ্ছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যেই।
×