ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিসেম্বরে গার্ডিওলার ভাগ্য নির্ধারণ

প্রকাশিত: ০৬:২৩, ৯ নভেম্বর ২০১৫

ডিসেম্বরে গার্ডিওলার ভাগ্য নির্ধারণ

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বছরের জুনে বেয়ার্ন মিউনিখের সঙ্গে পেপ গার্ডিওলার চুক্তির মেয়াদ শেষ হবে। জার্মান জায়ান্টদের সঙ্গে তাহলে কী নতুন করে আর চুক্তির মেয়াদ বৃদ্ধি করছেন না তিনি। নাকি নতুন কোথাও ঠিকানা গড়তে যাচ্ছেন সাবেক বার্সিলোনার এই অভিজ্ঞ কোচ। তারই উত্তর মিলবে ডিসেম্বরে। আর সেটাই ক্রিসমাসের চমক হবে বলে মনে করছেন বেয়ার্ন মিউনিখের চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমিনগে। ডিসেম্বরের ১৯ তারিখে চলতি বছরের শেষ ম্যাচ খেলবে বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা। হ্যানোভারের সেই ম্যাচের পরই ক্রিসমাসের ছুটিতে যাবে লেভানডোস্কি-মুলাররা। আর সেই সময়ই পেপ গার্ডিওলার সঙ্গে আলোচনায় বসবে ক্লাব কর্তৃপক্ষ। আর সেই সময়ই নতুন কিছু বেরিয়ে আসবে বলে মনে করছেন রুমিনগে। এ বিষয়ে বেয়ার্ন মিউনিখের চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমিনগে বলেন, ‘মৌসুমের অর্ধেক সময়ের পরই আমরা আলোচনায় বসব। সেখান থেকেই আসবে ক্রিসমাস বিস্ময়। যে কারও পক্ষেই একটি সিদ্ধান্ত ঘোষণা করা হবে। আশা করছি দিন শেষে কোন না কোন ফলাফল বেরিয়ে আসবে।’ স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনাতেই নিজের জাত চেনান পেপ গার্ডিওলা। কাতালান ক্লাবটির হয়ে চার বছরে ষোলোটি শিরোপা উপহার দেন তিনি। সেই সঙ্গে বার্সিলোনাকে এনে দেন ভিন্ন গ্রহের ক্লাবের খেতাব। কিন্তু স্প্যানিশ ক্লাবটির সাথে চুক্তির মেয়াদ শেষ করে এক বছরের জন্য বিশ্রামে চলে যান গার্ডিওলা।
×