ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিরিজে সমতা আনতে চাই ॥ ওয়ালার

প্রকাশিত: ০৬:২৪, ৯ নভেম্বর ২০১৫

সিরিজে সমতা আনতে  চাই ॥ ওয়ালার

স্পোর্টস রিপোর্টার ॥ সফরটার শুরু হয়েছিল দারুণ। প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছিল সফরকারী জিম্বাবুইয়ে। তাই ওয়ানডে সিরিজ নিয়ে দারুণ আশাবাদী ছিল তারা। কিন্তু প্রথম ওয়ানডেতে ১৪৫ রানের বড় ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে ১-০ ব্যবধানে। বোলিংটা ভাল হলেও ব্যাটিং ছিল হতাশাজনক। এবার নিজেদের সামর্থ্য অনুসারে খেলা এবং মৌলিক বিষয়গুলো ঠিকভাবে করার দিকে মনোযোগ জিম্বাবুইয়ের। আজকের ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে চায় তারা। এসব কথাই জানালেন জিম্বাবুইয়ের মিডলঅর্ডার ব্যাটসম্যান ম্যালকম ওয়ালার। রবিবার সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন শেষে এসব কথা জানান তিনি। আরেকটি ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে। তাই আজ দ্বিতীয় ওয়ানডেতে জিততেই হবে জিম্বাবুইয়েকে। সেটা খুব ভাল করেই জানা আছে দলের সব ক্রিকেটারের। এ বিষয়ে ওয়ালার বলেন, ‘আজকের ম্যাচে আমাদের জিততে হবে। এই ম্যাচে ভাল স্কোর গড়ে সিরিজে সমতা আনতেই হবে। সব মিলিয়ে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে আমাদের।’ জিম্বাবুইয়ের ব্যাটিংয়ে ধস নামিয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান। এ বিষয়ে ওয়ালার বলেন, ‘সে অনেক বড় বোলার। আমরা অনেক উইকেট বিলিয়ে দিয়ে না আসলে আরও এগিয়ে যেতে পারতাম। এসব কারণেই ম্যাচ কঠিন হয়ে গেছে।’ তবে ডেনাইট ম্যাচে ডিউ ফ্যাক্টরের যে সমস্যা নিয়ে কথা হয় প্রথম ম্যাচে সেটার তেমন প্রভাব পড়েনি বলে দাবি করলেন ওয়ালার। তাহলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে জিম্বাবুইয়ের মূল পার্থক্য তৈরি হয়েছিল কোন ক্ষেত্রে? এ বিষয়ে ওয়ালার বলেন, ‘আমার মনে হয় ব্যাটিংই আমাদের ডুবিয়েছে। তারা দারুণ স্কোর গড়েছে। কিন্তু আমরা ভাল ব্যাটিং করতে পারিনি। আমাদের আরও কাছে পৌঁছানো উচিত ছিল। প্রথমের দিকেই আমরা বেশ কয়েকটি উইকেট হারাই। যা আমাদের চাপে ফেলে দেয়। এ কারণেই তখন রান করাটা কঠিন হয়ে পড়ে।’ এখন আর প্রথম ওয়ানডের ফলাফল নিয়ে চিন্তা করে লাভ নেই। সামনের দিকে তাকাতে হবে। নিজেদের মৌলিক বিষয়গুলোর দিকেই নজর দিচ্ছে জিম্বাবুইয়ে। এ বিষয়ে ওয়ালার বলেন, ‘আমরা আসলে বেসিক দিকটায় নজর দিচ্ছি। বল বাই বল খেলতে চাই আমরা। আমাদের সাধ্য অনুয়ায়ী বড় স্কোর গড়তে চাই। প্রথমে ব্যাট করলে বোলারদের সাবলীলভাবে মোকাবেলা করতে হবে। আর যদি লক্ষ্য তাড়া করতে নামি তাহলে ভাল জুটি গড়ে তুলতে হবে।’ তবে সফরকারীদের প্রধান লক্ষ্য সিরিজে সমতা আনা। সেজন্য জয়ের কোন বিকল্প নেই আজ। এ বিষয়ে দৃঢ়কণ্ঠে ওয়ালার বলেন, ‘অবশ্যই। আজ সিরিজ সমতা করতেই হবে। বাজে অবস্থা থেকে বেরিয়ে এসে এটাকে ১-১ করতেই হবে।’
×