ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:২৮, ৯ নভেম্বর ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

১. সুলতানি আমলে বাংলার কোন ক্ষেত্রে ইরানি তুরানি প্রভাব বেশি লক্ষ্য করা যায়? ক) সাহিত্য কর্মে খ) স্থাপত্য শিল্পে গ) উচ্চাঙ্গ সঙ্গীত ঘ) তাঁত শিল্পে ২. আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা যায়? ক) ২ ভাগে খ) ৩ ভাগে গ) ৪ ভাগে ঘ) ৮ ভাগে ৩. আওয়ামী লীগের সকল কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণ হলো- র. নিজেদের অধিকার আদায় করা রর. স্বাধীনতা অর্জন ররর. আওয়ামী লীগকে খুশি করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৪. ব্যক্তির সামাজিকীকরণে যে প্রযুক্তিগুলো অধিক প্রবাব ফেলে তা হলো- র. ইন্টারনেটের নেতিবাচক ব্যবহার রর. কম্পিউটার, ইন্টারনেট ররর. টেলিফোন, মোবাইল নিচের কোনটি সঠিক? ক) র খ) রর ও ররর গ) রর ঘ) ররর ৫. গারো পরিবারে কে সংসার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে? ক) পিতা খ) মাতা গ) কন্যা ঘ) পুত্র ৬. গারো পরিবারে কে সংসার ব্যবস্থাাপনার দায়িত্ব পালন করে? ক) পিতা খ) মাতা গ) বড় ভাই ঘ) দাদা ৭. জাতিসংঘের কোন বিশেষ সংস্থা শিশুদের কল্যাণের জন্যে কাজ করে? ক) ইউনেস্কো খ) ফাও গ) ইউনিসেফ ঘ) ইউএনডিপি ৮. ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ সঙ্গীতটির রচয়িতা কে? ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) নিধুবাবু গ) কালী মির্জা ঘ) কাজী নজরুল ইসলাম ৯. সবুজ গাছপালা বাতাসে কোন গ্যাস ছেড়ে দিচ্ছে? ক) অক্সিজেন খ) নাইট্রোজেন গ) কার্বন-ডাই-অক্সাইড ঘ) মিথেন ১০. মাদকদ্রব্যের উদাহরণ কোনটি? ক) তাড়ি খ) চকোলেট গ) পেপসি ঘ) কোকাকোলা ১১. বিশ্বব্যাংকের হিসেব মতে ২০০৮ সালে বিশ্বের সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল কত তম? ক) ১০তম খ) ১২তম গ) ১৪তম ঘ) ১৬তম ১২. সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি? ক) টেলিভিশন খ) রেডিও গ) বেতার ঘ) সমবয়সী সঙ্গী ১৩. কোম্পানির দেওয়ানি লাভের পর রাজস্ব আদায়ের ক্ষমতা কার হাতে চলে যায়? ক) ফরাসিদের খ) পর্তুগিজদের গ) মারাঠাদের ঘ) ইংরেজদের ১৪. কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? ক) জনসম্পদ খ) খনিজ সম্পদ গ) কৃষিজ সম্পদ ঘ) শিল্প সম্পদ ১৫. যে কারণে মানুষকে পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে ছুটে বেড়াতে হয়- র. কর্ম ও ব্যবসায় বাণিজ্যের প্রয়োজনে রর. শিক্ষার প্রয়োজনে ররর. চিকিৎসার প্রয়োজন নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৬. জনসংখ্যা নীতি বলতে কী বোঝায়?
×