ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নবম ও দশম শ্রেনির পড়াশোনা

প্রকাশিত: ০৬:২৯, ৯ নভেম্বর ২০১৫

নবম ও দশম শ্রেনির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৬. রাফিকের মধ্যে যে সকল গুণাবলি লক্ষ করা যায় তা হলোÑ র) সত্যবাদিতা রর) ন্যায়পরায়ণতা ররর) সহমর্মিতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, ররও ররর ১৭. পরিবার গঠনের অন্যতম পূর্বশর্ত কী? ক) শিক্ষা খ) দলবদ্ধভাবে বাস করা গ) বিবাহ ঘ) সমাজে মিলেমিশে থাকা ১৮. সাধারণ কৃষিভিত্তিক গ্রামীণ মুসলমান সমাজে কোন ধরনের পরিবার বেশি দেখা যায়? ক) এক বিবাহ খ) বহুপতœীক গ) বহুপতি ঘ) মাতৃবাস ১৯. বয়স্ক মহিলা গারো পরিবারের প্রধান। গারোদের বংশমর্যাদা উপাধি, উত্তরাধিকার সবই মাতৃধারায়। গারোদের পরিবার হলোÑ র) মাতৃ বংশানুক্রমিক রর) পিতৃবাস ররর) মাতৃবাস নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২০. বিমূর্ত ধারণা বলতে বোঝায়Ñ র) অদৃশ্য কোনো বিষয় রর) যা কল্পনা করা যায় কিন্তু অস্তিত্ব পাওয়া যায় না ররর) যেগুলো দেখা যায় কিন্তু কল্পনা করা যায় না নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর অনুচ্ছেদটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নে উত্তর দাও : শান্তা সামাজিক বিজ্ঞান বই পড়ে জানল, মানুষ সামাজিক জীব। তাই তাদেরকে সমাজ কাঠামোর মধ্যে বসবাস করতে হয়। এ সম্পর্কে কার্ল মার্কসের সংজ্ঞাটিকে যথার্থ বলে মনে করে। মোট কথা কতিপয় সামাজিক গোষ্ঠী ও প্রতিষ্ঠানের সমন্বয়েই সামাজিক কাঠামো সৃষ্টি হয়। ২১. অনুচ্ছেদে উল্লেখিত মূল বিষয়টি সম্পর্কে কে সর্বপ্রথম ধারণা দেন? ক) কার্ল মার্কস খ) র‌্যাডক্লিফ ব্রাউন গ) হাবার্ট স্পেনসার ঘ) বটোমোর ২২. কার্ল মার্কেসের সমাজ কাঠামোর সংজ্ঞাটিকে যে বিষয়ের যথার্থ সমন্বয়ে গড়ে উঠেছেÑ র) উৎপাদক শ্রেণি রর) উৎপাদন শক্তি ররর) উৎপাদন সম্পর্ক নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৩. যাদের জমির পরিমাণ ১ থেকে ৩ একরের নিচে তাদেরকে কী বলা হয়? ক) প্রান্তিক কৃষক খ) ছোট কৃষক গ) মধ্যম কৃষক ঘ) ধনী কৃষক ২৪. বাংলাদেশের সামাজিক স্তরবিন্যাসে গ্রাম ও শহরের মধ্যে ব্যাপক বৈষম্য বিদ্যমান। এর কারণ কী? ক) গ্রামের অর্থ সম্পদের প্রাচুর্য খ) শহরে ধন সম্পদ অর্জনের সুযোগ বেশি গ) গ্রামের লোকজন কম পরিশ্রম করে ঘ) শহরের মানুষ বেশি পরিশ্রমী ২৫. রাতুলের বাবা শহরে থাকেন। গ্রামে তার ২০ বিঘা জমি আছে। জমিগুলো গ্রামের এক নিটকাত্মীয় দেখা শুনা করে। এখানে রাতুলের বাবা কোন ধরনের কৃষক? ক) উচ্চ কৃষক খ) ধনী কৃষক গ) মাঝারি কৃষক ঘ) ছোট কৃষক ২৬. ভৌগোলিক পরিবর্তন সামাজিক পরিবর্তনের তুলনায়Ñ ক) শক্তিশালী খ) দৃঢ় গ) শ্লথ ঘ) দ্রুত
×