ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজার উপনির্বাচন

আওয়ামী লীগের প্রার্থী সৈয়দা সায়রা মহসীন

প্রকাশিত: ০৭:৫৮, ৯ নভেম্বর ২০১৫

আওয়ামী লীগের প্রার্থী সৈয়দা সায়রা মহসীন

বিশেষ প্রতিনিধি ॥ আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠেয় মৌলভীবাজার-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর সহধর্মিণী সৈয়দা সায়রা মহসীন। রবিবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে তাকে দলের একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এর আগে সংসদীয় বোর্ডের সভায় মনোনয়ন প্রত্যাশী ২৫ জনের সাক্ষাতকার গ্রহণ করা হয়। সৈয়দা সায়রা মহসীন মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য। এর আগে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আসন থেকে দু’বার তিনি প্রার্থী থাকলেও তাকে মনোনয়ন দেয়া হয়নি। গত ১৩ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৬৭ বছর। সৈয়দ মহসিন আলী মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে মৌলভীবাজার-৩ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ নবেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমাদান, ১৪ নবেম্বর বাছাই এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২২ নবেম্বর। আগামী ১২ ডিসেম্বরের মধ্যে এ আসনে উপনির্বাচন অনুষ্ঠানের আইনী বাধ্যবাধকতা রয়েছে। প্রসঙ্গত, মৌলভীবাজার-৩ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থসহ ২৫ নেতা।
×