ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নাশকতার পরিকল্পনা

সিলেটে সাত বস্তা বোমা উদ্ধার

প্রকাশিত: ০৮:২০, ৯ নভেম্বর ২০১৫

সিলেটে সাত  বস্তা বোমা উদ্ধার

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের দক্ষিণ সুরমা থেকে সাত বস্তা চকোলেট ও চেইন বোমা উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ১১টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার শ্রীরামপুর থেকে ওই বোমাগুলো উদ্ধার করে মোগলাবাজার থানা পুলিশ। মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, জকিগঞ্জ থেকে দ্রুত গতিতে একটি সিএনজি আসার সংবাদ পেয়ে দক্ষিণ সুরমার শ্রীরামপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করেন। রাত ১১টার দিকে জকিগঞ্জ থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা তল্লাশি করতে গিয়ে ওই গাড়িতে সাত বস্তা চকোলেট বোমা পাওয়া যায়। সিএনজি চালক তাজুল ইসলামের বাড়ি শাহপরাণ থানার বালিটিকর গ্রামে। তার পিতার নাম আইয়ুব আলী। গাড়ি থেকে বোমাসহ বলাই নামের এক যুবককে পুলিশ আটক করেছে। তার পিতার নাম সুনাম উদ্দিন, বাড়ি জকিগঞ্জের লোহারমহল গ্রামে। বলাই জানায়, তার মামা আজাদ (৩৫) তাকে এই বস্তাগুলো সিলেটের দক্ষিণ সুরমার শাহজালার ব্রিজের কাছে নিয়ে আসতে বলেছে। বলাই জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তার মামা একজন হুজুর প্রকৃতির লোক। ভারত থেকে এই বোমাগুলো সহিংসতার কাজে ব্যবহারের জন্য নিয়ে আসা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
×